ঢাকা সোমবার, ০৮ ডিসেম্বর, ২০২৫

ঢাকা রিজেন্সিতে শুরু হলো ‘হিলশা ফেস্ট’ 

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ২, ২০২৫, ০৫:৪৩ পিএম
ছবি- রূপালী বাংলাদেশ

ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট ভোজন রসিকদের জন্য আয়োজন করেছে ‘হিলশা ফেস্ট’।

এই ফেস্টে বাংলাদেশের জাতীয় মাছ ইলিশকে কেন্দ্র করে সাজানো হয়েছে পাঁচটি অভিনব ও রুচিসম্মত প্ল্যাটার, যেখানে মিলবে ঐতিহ্যের সুবাস ও আধুনিক পরিবেশনার সৌন্দর্য—ভোজন রসিকদের জন্য ইলিশ খিচুড়ি, সর্ষে ইলিশ, ইলিশ পোলাও, ইলিশ ফ্রাই এবং দই ইলিশ, যা ১৭৯৯  টাকা থেকে শুরু। এ ছাড়াও ৪ জনের জন্য ঢাকা রিজেন্সি অফার করছে স্পেশাল ফ্যামিলি প্যাকেজ।

ঢাকা রিজেন্সি কর্তৃপক্ষ জানায়, হিলশা ফেস্টে অতিথিরা উপভোগ করতে পারবেন তাজা ইলিশের স্বাদ, যা রান্না করা হয়েছে আসল দেশি মসলার সমন্বয়ে এবং পরিবেশন করা হচ্ছে মনোমুগ্ধকর অলংকরণে। প্রতিটি প্ল্যাটারই এক-একটি রন্ধনশৈলীর শিল্পকর্ম, যেখানে ফুটে উঠেছে বাংলাদেশি রান্নার সমৃদ্ধ ঐতিহ্য ও আধুনিক ছোঁয়া।

তারা আরও জানান, ঢাকা রিজেন্সির এই আয়োজন উষ্ণ ও আমন্ত্রণমুখর পরিবেশে বন্ধু, পরিবার বা সহকর্মীদের সাথে উপভোগ করার জন্য ‘হিলশা ফেস্ট’ হবে এক অবিস্মরণীয় অভিজ্ঞতা। সীমিত সময়ের এই উৎসব আপনার জন্য নিয়ে এসেছে মৌসুমের সবচেয়ে লোভনীয় ইলিশের স্বাদ। 

বিস্তারিত জানতে কল করুন: 01713332661 নম্বরে অথবা ভিজিট করুন: https://www.facebook.com/share/19fgdo4v7x/