ঢাকা রবিবার, ০৭ ডিসেম্বর, ২০২৫

ভোজ্যতেলের দাম বাড়বে না কমবে, জানা যাবে আজ

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ৭, ২০২৫, ১১:০৮ এএম
ভোজ্যতেল। ছবি- সংগৃহীত

বেশ কিছুদিন ধরে ভোজ্যতেলের দাম বৃদ্ধির পাঁয়তারা করছে আমদানিকারক ও বাজারজাতকারী প্রতিষ্ঠানগুলো। সরকারের সম্মতি না পাওয়ায় ঝুলে আছে সিদ্ধান্ত। 

রোববার (৭ ডিসেম্বর) ভোজ্যতেল আমদানিকারক ও বাজারজাতকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে বৈঠক ডেকেছে বাণিজ্য মন্ত্রণালয়। 

বাণিজ্য মন্ত্রণালয় সূত্র জানায়, কর্তৃপক্ষকে না জানিয়ে ভোজ্যতেলের দাম বাড়ানোয় ক্ষুব্ধ হয়েছে সরকার। সরকারের অনুমোদন ছাড়া ভোজ্যতেলের দাম বাড়ানোর উদ্যোগ নেওয়ায় বিষয়ে ব্যবসায়ীদের কাছে কারণ জানতে চাওয়ার পাশাপাশি বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেল ৪টার বৈঠকে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়।

এর আগে, বুধবার (৩ ডিসেম্বর) তেলের দাম বৃদ্ধির সিদ্ধান্ত সম্পর্কে ব্যবসায়ীরা মন্ত্রণালয় থেকে অনুমোদন নেয়নি। এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

উপদেষ্টা বলেন,  ‘যদি তেলের দাম বাড়ানোর যৌক্তিক কোনো কারণ থাকে, আমরা আনন্দের সঙ্গে আলোচনা করব। আমরা তো সরবরাহ ব্যবস্থা গতিশীল রাখতে চাই। সরবরাহ ব্যবস্থা আমরা বিঘ্নিত করতে চাই না।’