নতুন শিক্ষা কারিকুলাম স্থগিত করা হয়নি বলে জানিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) চেয়ারম্যান প্রফেসর মো. ফরহাদুল ইসলাম। শনিবার (১০ আগস্ট) সংবাদ মাধ্যমকে তিনি এ তথ্য নিশ্চিত করেন।
এনসিটিবির চেয়ারম্যান বলেন, কারিকুলাম স্থগিত করা হয়েছে ‘এই মর্মে একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে এটি সত্য নয়। এটি গুজব। শিক্ষা কারিকুলাম স্থগিত করার ক্ষমতা এনসিটিবির নেই। এটা শিক্ষা মন্ত্রণালয়ের কাজ।