ঢাকা রবিবার, ৩১ আগস্ট, ২০২৫

গোপবিপ্রবিতে শিক্ষার্থীদের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ
প্রকাশিত: আগস্ট ৩১, ২০২৫, ০২:৫৬ পিএম
গোপবিপ্রবিতে আইন বিভাগের শিক্ষার্থীদের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ। ছবি- রূপালী বাংলাদেশ

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ও আইন বিভাগের চেয়ারম্যান ড. রাজউদ্দিন রহমানের বিরুদ্ধে অপপ্রচার এবং হয়রানির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে আইন বিভাগের শিক্ষার্থীরা।

রোববার (৩০ আগস্ট) দুপুরে আইন বিভাগের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে প্রশাসনিক ভবনের সামনে গিয়ে শেষ হয়। সেখানে শিক্ষার্থীরা মানববন্ধন করে তাদের শিক্ষক ড. রাজউদ্দিন রহমানের বিরুদ্ধে অপপ্রচারকারীদের শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

পরে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে মহেদী হাসান, রাফি, ইশতিয়া, রামিম হোসেন, শাহ মনিহাজ ও আব্দুর রহমান তানভীরসহ অনেকে বক্তব্য রাখেন। তারা তাদের শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।