ঢাকা রবিবার, ৩১ আগস্ট, ২০২৫

ক্রিকেটের ইতিহাসে যা ঘটেছিল আজকের এই দিনে

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: আগস্ট ৩১, ২০২৫, ০৬:৩৭ পিএম
ছবি- রূপালী বাংলাদেশ (গ্রাফিক্স)

ক্রিকেট ইতিহাসের পাতায় ৩১ আগস্ট দিনটি এক বিচিত্র ও ঘটনাবহুল অধ্যায়। ক্রিকেটের মাঠে আজকের দিনটি অনেক স্মরণীয় মুহূর্তের জন্য ইতিহাসে জায়গা করে নিয়েছে।

এক নজরে দেখে নেওয়া যাক আজকের দিনে ক্রিকেট ইতিহাসে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনাগুলো।

ক্লাইভ লয়েডের জন্ম (১৯৪৪)

ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের মহারথী ক্লাইভ লয়েড আজকের এই দিনে জন্মগ্রহণ করেন। টেস্টে ৭৫১৫ রান করা লয়েডকে প্রধানত স্মরণ করা হয় ওয়েস্ট ইন্ডিজকে পুনরায় শীর্ষ অবস্থানে ফিরিয়ে আনার জন্য।

১১০ টেস্টে ৭৪টি ম্যাচে অধিনায়কত্ব করা তিনি প্রথম ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটার যিনি ১০০ টেস্ট খেলার সম্মান অর্জন করেন।

ওয়ানডেতে তিনি ওয়েস্ট ইন্ডিজকে দুটি বিশ্বকাপ (১৯৭৫ ও ১৯৭৯) জয়ে অবদান রাখেন। এবং ১৯৮৩ সালের ফাইনালে পৌঁছান।

গ্যারি সোবার্সের বিস্ময়কর ছয় ছয় (১৯৬৮)

গ্ল্যামারগানের বলার মালকম ন্যাশকে একটি ভুলে ভরা দিন মনে রাখতেই হবে। নটিংহ্যামশায়ারের বিরুদ্ধে আজতের দিনে তাকে সোবার্স ছয় বলে ছয় ছয় মারেন।

জাভাগাল শ্রীনাথের জন্ম (১৯৬৯)

ভারতের পেস বোলার জাভাগাল শ্রীনাথ আজকের দিনে জন্মগ্রহণ করেন। ইংল্যান্ডের বিরুদ্ধে ১৯৯৬ সালের টেস্ট সিরিজে ১১ উইকেট নেওয়া শ্রীনাথকে দুর্ভাগ্যই ঘিরে রাখে।

পরে তিনি দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তানের বিরুদ্ধে স্মরণীয় পারফরম্যান্স করেন। ২০০৩ সালে অবসর নেওয়ার পর শ্রীনাথ আইসিসি ম্যাচ রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন।

ক্রিস রজার্সের জন্ম (১৯৭৭)

অস্ট্রেলিয়ার ওপেনার ক্রিস রজার্স জন্মগ্রহণ করেন। তার টেস্টে অভিষেক দেরিতে হলেও ২০১৩ সালের অ্যাশেজে তিনি তার সেরা পরফরম্যান্স দেখান। ৩৭ বছর বয়সে ২০১৫ সালের অ্যাশেজের পরে তিনি অবসর নেন।

মুত্তিয়া মুরালিধরনের জাদু (১৯৯৮)

দ্য ওভালে ইংল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টে শ্রীলঙ্কার স্পিনার মুরালিধরন ১৬ উইকেট নেন। এই ম্যাচে শ্রীলঙ্কার বিজয়কে আরও সহজ করে দেন সানাথ জয়াসুরিয়া ও অরাভিন্দা দে সিলভা।

ডার্ক ওয়েলহ্যামের অভিষেক (১৯৮১)

অস্ট্রেলিয়ার ডার্ক ওয়েলহ্যারে আজকের দিনে টেস্টে অভিষেক হয়। সে অভিষেক ম্যাচের দ্বিতীয় ইনিংসে ১০৩ রান করেন।

আজকের দিনটি ক্রিকেট ইতিহাসে একাধিক স্মরণীয় ঘটনার সাক্ষী। ২২ গজে ব্যাট ও বল হাতে সাফল্য, রেকর্ড এবং অবিশ্বাস্য মুহূর্তগুলো ক্রিকেটপ্রেমীদের জন্য আজও অনুপ্রেরণার উৎস।