ঢাকা সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫

৪ উইকেট হারিয়ে চাপে টাইগাররা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ২৭, ২০২৫, ০৮:৩৫ পিএম
লিটন দাস ও তানজিদ হাসান তামিম। ছবি- সংগৃহীত

সাগরিকায় তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে উইন্ডিজের দেওয়া ১৬৬ রানের জবাবে পাওয়ার প্লেতে চার উইকেট হারিয়ে চাপে পড়েছে টাইগাররা।

আজ সোমবার (২৭ অক্টোবর) সিরিজের প্রথম ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ওয়েস্ট ইন্ডিজ। আগে ব্যাট নির্ধারিত ২০ ওভারে ১৬৫ রান সংগ্রহ করে ক্যারিবিয়ানরা।

ওয়েস্ট ইন্ডিজের দেওয়া ১৬৬ রানের জবাবে ব্যাট হাতে ওপেনিংয়ে আসেন দুই টাইগার ওপেনার সাইফ হাসান ও তানজিদ তামিম। শুরু থেকেই এদিন মারকুটে ব্যাট চালায় ওপেনাররা।

ইনিংসের পওথম ওভারে তুলে নেয় ১২ রান, দলীয় ১৬ রানের মাথায় ব্যাক্তিগত ১৫ রানে ক্যাচ আউট হয়ে তামিম ফিরলে ভাঙে ওপেনিং জুটি। তামিম ফিরলে ক্রিজে আসেন দলীয় অধিনায়ক লিটন কুমার দাস।

অনেকদিন পার ইনজুরি কাটিয়ে দলে ফিরে ব্যাট হাতে ব্যর্থ হন টাইগার কাপ্তান। দলীয় ২৯ রানে ক্যাচ দিয়ে বিদায নেন লিটন দাস। লিটন ফেরার অল্প সময় পর আবারও উইকেট হারায় বাংলাদেশ।

দলীয় ৩৮ রানে হারিয়ে বসে ফর্মে থাকা টাইগার ওপেনার সাইফ হাসানের উইকেট। বড় শট খেলতে গিয়ে ক্যাচ আউটের শিকার হন সাইফ। সাইফ ফেরার পর স্কোরবোর্ডে মাত্র ৩ রান যোগ হতেই আবারও উইকেট হারায় টাইগাররা।

দলীয় ৪১ রানের মাথায় হোল্ডারের বলে বোল্ড আউট হয়ে সাজঘরে ফেরেন শামিম পাটোয়ারী।

এই প্রদিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৭.৩ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ৪৮ রান।  ক্রিজে ৭ বলে ৩ রানে ব্যাট করছে নুরুল হাসান সোহান এবং  ১৪ বলে ১৩ রানে খেলছে তাওহিদ হৃদয়।

বল হাতে উইন্ডিজের হয়ে ২টি উইকেট নেন আকিল হোসেন এবং ১টি করে উইকেট নেন জেসন হোল্ডার ও জেডেন সিলস