ঢাকা সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫

এল ক্লাসিকোতে রেফারির বিতর্কিত সিদ্ধান্ত

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ২৭, ২০২৫, ০৫:২৩ পিএম
ছবি- সংগৃহীত

সান্তিয়াগো বার্নাব্যুতে আয়োজিত এল ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদ বার্সেলোনাকে ২-১ ব্যবধানে হারিয়েছে। তবে ম্যাচটি শুধু গোল এবং খেলার জন্য নয়, বরং রেফারি সেজার সোটো গ্রাদোর বিতর্কিত সিদ্ধান্তের জন্যও আলোচিত হয়েছে।

এই ম্যাচে ভিআরের হস্তক্ষেপ তিনবার রেফারির সিদ্ধান্ত পরিবর্তন করেছে, যা তার সামগ্রিক পারফরম্যান্সকে প্রশ্নের মুখে ফেলেছে।

সবচেয়ে বেশি বিতর্কিত মুহূর্তটি ঘটে ম্যাচের শুরুতেই। লামিন ইয়ামাল ও ভিনিসিয়াস জুনিয়রের মধ্যে সংঘর্ষের পর সোটো গ্রাদো রিয়াল মাদ্রিদের পেনাল্টি ঘোষণা করেন। এই সিদ্ধান্তটি স্পেনজুড়ে ভিন্নমত সৃষ্টি করে, অনেকেই মনে করেন এটি সম্পূর্ণ ভুল ছিল।

ঘটনার পর ভিআর দ্রুত হস্তক্ষেপ করে এবং দেখায় যে আসলে সংঘর্ষ শুরু করেছে ভিনিসিয়াস। রেফারিকে পিচ-সাইড মনিটরে পাঠিয়ে সিদ্ধান্ত পরিবর্তন করতে বাধ্য করা হয়। 

ভিআর রুম থেকে সোটো গ্রাদোর সঙ্গে সংলাপের একটি অংশও ফুটে ওঠে, যেখানে বলা হয় ‘ভিনিসিয়াস লামিনের পায়ের সঙ্গে সংযোগ করছে। লামিন কোনো ফাউল করেনি।’

ফলে, রেফারি সঠিকভাবে পেনাল্টি বাতিল করে খেলা ঘোষণা করেন।

ম্যাচের উত্তেজনা এখানেই শেষ হয়নি। শেষ মুহূর্তে পেদ্রির লাল কার্ডের পর ভিনিসিয়াস ও ইয়ামালের মধ্যে আবার উত্তেজনা দেখা দেয়, যা দুই দলের বেঞ্চের মধ্যে সংঘর্ষের দিকে গড়ায়।