ঢাকা সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫

মারা গেলেন বরিশালের ফিজিও হাসান আহমেদ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ২৭, ২০২৫, ০৫:১০ পিএম
বরিশালের ফিজিও হাসান আহমেদ। ছবি- সংগৃহীত

এনসিএল (ন্যাশনাল ক্রিকেট লিগ) চলাকালীন হৃদরোগে আক্রান্ত হয়ে বরিশালের ফিজিও হাসান আহমেদ সোমবার খুলনা বিভাগীয় স্টেডিয়ামে মৃত্যুবরণ করেছেন। খেলার তৃতীয় দিনে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন হাসান। দ্রুত হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

বিসিবি (বাংলাদেশ ক্রিকেট বোর্ড) এক বিবৃতিতে তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে। বিসিবি জানায়, বরিশাল বিভাগের হয়ে এক দশকেরও বেশি সময় ধরে অবদান রাখা হাসান আহমেদের মৃত্যুতে আমরা তার পরিবার এবং নিকটাত্মীয়দের প্রতি সমবেদনা জানাচ্ছি।

হাসান শুধু বরিশালের ফিজিও ছাড়াও বাংলাদেশ রিহ্যাবিলিটেশন সেন্টারের প্রোগ্রাম ম্যানেজার হিসেবেও দায়িত্ব পালন করছিলেন। 

জানা গেছে, তার মৃত্যুতে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের আজ অনুষ্ঠিতব্য প্রথম ম্যাচে বাংলাদেশ দল কালো আর্মব্যান্ড পরবে। ম্যাচ শুরুর আগে এক মিনিট নীরবতা পালন করা হবে হাসানের স্মৃতিতে। 

এ ছাড়া এনসিএলের চলমান প্রথম রাউন্ডের ম্যাচগুলোতে অংশ নেওয়া দলগুলো আগামীকাল চতুর্থ দিনে তার প্রতি বিশেষ শ্রদ্ধা নিবেদন করবে বলে জানিয়েছে বিসিবি।