টি-টোয়েন্টি ক্রিকেটে দুর্দান্ত সময় পার করছে বাংলাদেশ। টানা চারটি সিরিজ জয়ের পর এবার নতুন চ্যালেঞ্জ ওয়েস্ট ইন্ডিজ। আজ (সোমবার) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হচ্ছে তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ।
বিশ্বকাপের আগে টাইগারদের হাতে আর মাত্র ছয়টি প্রস্তুতি ম্যাচ—ওয়েস্ট ইন্ডিজ ও আয়ারল্যান্ড সিরিজ মিলিয়ে। তাই প্রতিটি ম্যাচই এখন প্রস্তুতির বড় অংশ হিসেবে দেখছে টিম ম্যানেজমেন্ট। ওয়ানডে সিরিজে জয় পেয়ে আত্মবিশ্বাস ফিরে পেলেও মিডল অর্ডারের অনিয়মিত পারফরম্যান্স এখনো দলের জন্য চিন্তার জায়গা।
গত বছর ক্যারিবীয়দের মাটিতে ৩–০ ব্যবধানে জয়ের সুখস্মৃতি থাকলেও বাংলাদেশ অধিনায়ক লিটন দাস এবার প্রতিপক্ষকেই এগিয়ে রাখছেন। তার ভাষায়, ওরা আমাদের চেয়ে অনেক অভিজ্ঞ ও শক্তিশালী দল। তবে আমরা নিজেদের পরিকল্পনা ঠিকভাবে মাঠে নামাতে পারলে ফল আমাদের পক্ষে আসবে।
অন্যদিকে, এশিয়ান কন্ডিশনে হতে যাওয়া টি–টোয়েন্টি বিশ্বকাপের আগে এই সিরিজ ওয়েস্ট ইন্ডিজের কাছেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। চট্টগ্রামে লম্বা সময় ধরে অনুশীলন করে স্থানীয় কন্ডিশন ও উইকেটের চরিত্র বোঝার চেষ্টা করেছে তারা।
বাংলাদেশ দলে আসতে পারে একাধিক পরিবর্তন। ইনজুরি কাটিয়ে ফিরছেন অধিনায়ক লিটন দাস। ওপেনিংয়ে তার সঙ্গী হতে পারেন তানজিদ হাসান তামিম বা সাইফ হাসান।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ
লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, তাওহীদ হৃদয়, শামিম হোসেন পাটোয়ারী, রিশাদ হোসেন, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান।


