ঢাকা সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫

জাবিতে আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা শুরু কাল 

জাবি প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ২৭, ২০২৫, ০৬:৩৬ পিএম
আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা উপলক্ষে সংবাদ সম্মেলন। ছবি- রূপালী বাংলাদেশ

জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেট অর্গানাইজেশনের (জেইউডিও) আয়োজনে ৫৪তম ব্যাচের শিক্ষার্থীদের নবীনবরণ ও বিতর্ক কর্মশালা এবং ১৮তম আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা-২০২৫ শুরু হচ্ছে আগামীকাল মঙ্গলবার।

সোমবার (২৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের টিএসসির কনফারেন্স রুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংগঠনটির সভাপতি মির্জা সাকি।

এ প্রতিযোগিতার আহ্বায়ক হিসেবে থাকবেন অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের ৫১ ব্যাচের সুমাইয়া ইসলাম সামিয়া এবং ৫২ ব্যাচের চারুকলা বিভাগের শিক্ষার্থী প্রণয় সাহা।

‘শব্দ হোক প্রতিরোধের পতাকা’ স্লোগানকে সামনে রেখে আগামীকাল দুপুর ২টায় শুরু হতে যাচ্ছে আয়োজনের প্রথম—পর্ব নবীনবরণ ও বিতর্ক কর্মশালা। আয়োজনে থাকছে বিতর্ক কর্মশালা, পাবলিক স্পিকিং, শিক্ষক-শিক্ষার্থী বিতর্ক, ক্যারিয়ার উন্নয়ন এবং সাংস্কৃতিক আয়োজন।

কর্মশালার শুরুতে নবীন বিতর্ক কর্মশালায় অতিথি হিসেবে থাকবেন অভিনেত্রী ও উপস্থাপিকা মৌসুমী মৌ, উপস্থাপক ও আইনজীবী মানজুর আল মতিন। এ ছাড়াও থাকবেন জেইউডিও’র দেশবরেণ্য বিতার্কিক এবং সংগঠকবৃন্দ। এ ছাড়া বিশ্ববিদ্যালয় প্রশাসনের আমন্ত্রিত অতিথিরা থাকছেন এই আয়োজনে।

নবীনবরণ ও বিতর্ক কর্মশালার আহ্বায়ক হিসেবে থাকবেন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ৫২তম ব্যাচের নাজমুল ওয়ারাত তালহা এবং একই ব্যাচের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী শফিকুল ইসলাম।

এ ছাড়াও পুরো আয়োজনে নেতৃত্ব দিবেন সংগঠনটির সভাপতি মির্জা সাকি এবং সাধারণ সম্পাদক ফারিম আহসান।

সংবাদ সম্মেলনে জেইউডিওর সভাপতি মির্জা সাকি বলেন, ‘এবারের বিতর্ক প্রতিযোগিতা বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে আগামীকাল শুরু হচ্ছে। আয়োজনের ২য় পর্বে রয়েছে ১৮ তম আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা-২০২৫, যেখানে বিশ্ববিদ্যালয়ের ৩৭টি বিভাগই প্রতিনিধিত্ব করবে গত বছরগুলোর ন্যায়।’

তিনি বলেন, ১৪ নভেম্বর বাংলা এশিয়ান সংসদীয় বিতর্ক, ১৫ নভেম্বর ইংরেজি ব্রিটিশ সংসদীয় বিতর্ক এবং ১৬ নভেম্বর সেলিম আল দ্বীন মুক্তমঞ্চে সমাপনী অনুষ্ঠানে আয়োজিত হবে।