ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শহীদ সার্জেন্ট জহুরুল হক হলে প্রকাশ্যে ধূমপান এবং সব ধরনের মাদকদ্রব্য সেবন ও সংরক্ষণ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।
আজ সোমবার (২৭ অক্টোবর) হল প্রশাসনের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করে এই নিষেধাজ্ঞার কথা ঘোষণা করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হল প্রাঙ্গণে প্রকাশ্যে ধূমপান করতে দেখা গেলে সরকার প্রচলিত আইন অনুযায়ী সর্বনিম্ন ৫০ টাকা থেকে সর্বোচ্চ ৩০০ টাকা পর্যন্ত জরিমানা করা হবে।
তাছাড়া, ইয়াবা, গাঁজা, হেরোইন বা অন্য কোনো ধরনের মাদকদ্রব্য সেবন বা সংরক্ষণের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট শিক্ষার্থীকে অভিভাবকের উপস্থিতিতে হল থেকে বহিষ্কার করা হবে।
হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ফারুক শাহ জানিয়েছেন, এই সিদ্ধান্তের মূল উদ্দেশ্য, হলের সকল শিক্ষার্থীর জন্য একটি সুস্থ, পরিচ্ছন্ন ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা। পাশাপাশি, হল প্রাঙ্গণে নিরাপদ ও শিক্ষাবান্ধব পরিবেশ বজায় রাখার লক্ষ্যে এই ধরনের নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

