ঢাকা সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫

প্রাথমিকের প্রধান শিক্ষকদের জন্য বড় সুখবর

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ২৭, ২০২৫, ০৫:১৪ পিএম
ছবি- সংগৃহীত

প্রাথমিক বিদ্যালয়ে মেরামত ও সংস্কার কার্যক্রমের জন্য ‘স্কুল লেভেল ইমপ্রুভমেন্ট প্ল্যান (স্লিপ)’-এ প্রধান শিক্ষকদের আর্থিক ক্ষমতা বাড়ানো হচ্ছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান সোমবার (২৭ অক্টোবর) বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-কে সাক্ষাৎকারে জানিয়েছেন, আগে প্রধান শিক্ষকরা ক্ষুদ্র মেরামতের জন্য দেড় লাখ টাকা পর্যন্ত খরচ করতে পারতেন; এবার তা তিন লাখ টাকা করা হয়েছে।

মহাপরিচালক জানান, প্রধান শিক্ষক এবং শিক্ষা অফিসারের যৌথ স্বাক্ষর ছাড়া কোনো মেরামত বা নির্মাণ কাজের বিল প্রদান হবে না। তিনি আশা প্রকাশ করেন, আগামী দিনগুলোতে প্রধান শিক্ষকদের ক্ষমতা আরও বৃদ্ধি করা সম্ভব হবে।

শামসুজ্জামান বলেন, ‘সারা দেশে প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে আমরা বিভিন্ন নির্মাণ ও সংস্কার প্রকল্প হাতে নিয়েছি। আগামী তিন থেকে পাঁচ বছরের মধ্যে বাংলাদেশে জরাজীর্ণ কোনো স্কুল থাকবে না।’

তিনি আরও জানান, বর্তমানে দেশে ১৩ হাজার ৫০০ সহকারী শিক্ষকের পদ শূন্য রয়েছে। নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের পরিকল্পনা চলছে এবং আশা করা হচ্ছে, আগামী নভেম্বর মাসে এটি প্রকাশ করা যাবে।

মহাপরিচালক বলেন, ৩২ হাজার সহকারী শিক্ষক বর্তমানে প্রধান শিক্ষক বা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন। তাদের পদোন্নতি নিশ্চিত করতে দশম গ্রেড প্রয়োগ করা হয়েছে, এবং সহকারী শিক্ষকদের জন্য ১১ তম গ্রেডের সুপারিশ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

শিক্ষকদের প্রশিক্ষণেও গুরুত্ব দেওয়া হচ্ছে। বিশেষ করে লিডারশিপ ট্রেনিং ও অন্যান্য প্রশিক্ষণকে আরও অন্তর্ভুক্তিমূলক (ইনক্লুসিভ) করার উদ্যোগ নেওয়া হয়েছে।