ঢাকা সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫

বিএনপির বিজয়ে যুবদলকে নিতে হবে মুখ্য ভূমিকা : খায়ের ভূঁইয়া

লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ২৭, ২০২৫, ০৬:১০ পিএম
বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া। ছবি- রূপালী বাংলাদেশ

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া বলেছেন, ‘একটি অপশক্তি এবং পরাজিত ফ্যাসিস্ট সরকারের দোসর দেশ নিয়ে ষড়যন্ত্র ও চক্রান্ত করে আসছে। সকল ষড়যন্ত্র-চক্রান্তকে উপেক্ষা করতে আজ যুবদলের একটি দৃপ্ত আওয়াজ আমরা দেখেছি। আগামী ফেব্রুয়ারির নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে (বিএনপি) বিজয়ী করার লক্ষ্যে আমরা শপথবাক্য পাঠ করেছি।’

তিনি বলেন, ‘এতে প্রতীয়মান হয়, আমাদের নেতা তারেক রহমান রাজনীতিতে আশা-আকাঙ্ক্ষার প্রতীক। বিএনপি আগামীতে বাংলাদেশের নেতৃত্ব দেবে। এর জন্য যুবদলকে সবচেয়ে মুখ্য ভূমিকা পালন করতে হবে।’

সোমবার (২৭ অক্টোবর) দুপুরে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লক্ষ্মীপুরে আয়োজিত বর্ণাঢ্য র‌্যালি শেষে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আবুল খায়ের ভূঁইয়া। র‌্যালিটি জেলা শহরের উত্তর তেমুহনী এলাকা থেকে শুরু হয়ে দক্ষিণ তেমুহনী এলাকায় গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

তিনি বলেন, ‘তারেক রহমান একটি নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছেন। এক কোটি বেকার যুবককে কাজে লাগানোর শপথ নিয়েছেন। ভাতা প্রদান করবেন এবং পরবর্তী পর্যায়ে তাদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করবেন। বিএনপি এ দেশের মানুষের মধ্যে জনমত সৃষ্টি করবে। বিদেশে আর টাকা পাচার হবে না।’

তিনি আরও বলেন, ‘হাজারো কোটি টাকা যারা পাচার করেছে, তাদের সঙ্গে আজ যারা সখ্যতা করে আগামী নির্বাচনকে বানচাল করতে চায়—যুবদল একাই সেই ষড়যন্ত্র রুখে দিতে পারবে।’

জেলা যুবদলের সভাপতি আব্দুল আলিম হুমায়ুন ও সাধারণ সম্পাদক সৈয়দ রশিদুল হাসান লিংকনের নেতৃত্বে আয়োজিত এ র‌্যালি ও সমাবেশে উপস্থিত ছিলেন বিএনপির সহ শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এবিএম আশরাফ উদ্দিন নিজান, জেলা বিএনপির সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু, বিএনপি নেতা হাফিজুর রহমান, মাহবুবুর রহমান লিটন, আব্দুল করিম ভূঁইয়া মিজান, শাহ মো. এমরান, কামরুজ্জামান সোহেল, ওলামা দলের সভাপতি শাহ মোহাম্মদ এমরান এবং লক্ষ্মীপুর পৌর যুবদলের আহ্বায়ক ফয়েজ আহমেদসহ বিপুল সংখ্যক নেতাকর্মী।