ঢাকা সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫

অ্যাশেজে ফিরতে পারেন মিচেল মার্শ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ২৭, ২০২৫, ০৪:৪১ পিএম
মিচেল মার্শ। ছবি- সংগৃহীত

অ্যাশেজ সিরিজ সামনে রেখে অস্ট্রেলিয়া দলে সম্ভাব্য পরিবর্তন নিয়ে শুরু হয়েছে জোর আলোচনা। কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড জানিয়েছেন, অভিজ্ঞ অলরাউন্ডার মিচেল মার্শের টেস্ট দলে ফেরার দরজা এখনো খোলা। পাশাপাশি ওপেনিং পজিশনে ম্যাট রেনশের নামও গুরুত্বের সঙ্গে বিবেচনায় আসছে।

ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ সামনে রেখে বর্তমানে সাদা বলের দলে আছেন মার্শ। তবে কোচ ম্যাকডোনাল্ডের মনোযোগের একটি বড় অংশ এখন টেস্ট দল গঠনে। 

তিনি বলেন, আমরা সাদা বলের ক্রিকেট থেকে কাউকে সরাসরি টেস্টে নেওয়ার বিষয়ে স্বাচ্ছন্দ্যবোধ করি। যদি টেস্ট দলের ভারসাম্য রক্ষায় তা উপকারী হয়, তাহলে মিচেলকে বেছে নিতে দ্বিধা নেই।

ম্যাকডোনাল্ড আরও জানান, মার্শের সাম্প্রতিক ফর্ম তাকে আবার আলোচনায় এনেছে। সে এখন এমন ছন্দে আছে, যা অনেক দিন দেখা যায়নি। গত গ্রীষ্মে বাদ পড়ার আগে পর্যন্ত অ্যাশেজের হেডিংলি টেস্ট থেকে শুরু করে তার গড় ব্যাটিং ছিল দলের সেরাদের মধ্যে।

গত দশটি ওয়ানডে ও টি-টোয়েন্টি ইনিংসে মার্শের সংগ্রহ ৫৫৫ রান, যা তার ব্যাটিং ধারাবাহিকতার প্রমাণ। যদিও মার্শ নিজে টেস্টে ফেরার সম্ভাবনাকে রসিকতার ছলে উড়িয়ে দিয়েছেন। 

এ বিষয়ে মার্শ রসিকতা করে বলেন, প্রথম টেস্টের দিন দুপুরে আমি ছয় বোতল বিয়ার শেষ করব, কারণ আমার টিকিট কাটা হয়ে গেছে!