ইসরায়েলি সশস্ত্র বাহিনীর (আইডিএফ) সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামির বলেছেন, যতক্ষণ পর্যন্ত হামাস সব ইসরায়েলি জিম্মির মৃতদেহ ফেরত না দেবে, ততক্ষণ গাজায় যুদ্ধ শেষ হবে না।
গতকাল সোমবার (২৭ অক্টোবর) রাজধানী জেরুজালেমে আইডিএফের ইউনিট কমান্ডারদের সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
জামির বলেন, ‘আমাদের যুদ্ধ এখনো শেষ হয়নি। আমরা একটি পবিত্র মিশনে রয়েছি, এবং এই মিশনের প্রধান দুটি লক্ষ্য- গাজায় নিহত সব ইসরায়েলি জিম্মির মরদেহ উদ্ধার করা এবং হামাসের বিরুদ্ধে প্রচার বন্ধ করা।’
তিনি আরও বলেন, ‘আইডিএফ অতীতকে মনে রেখেই ভবিষ্যতের দিকে তাকায়। যা আমাদের নৈতিক ও পেশাগত কর্তব্য, আমরা তা সাহস ও দৃঢ়তার সঙ্গে পালন করব।’
সম্মেলনে জেনারেল স্টাফের প্রধানসহ লেফটেন্যান্ট কর্নেল ও অন্যান্য উচ্চপদস্থ অপারেশনাল কমান্ডাররা অংশ নেন।
এই সম্মেলনে ব্যাটালিয়ন কমান্ডারদের সঙ্গে নিবেদিত আলোচনার পাশাপাশি অপারেশন ‘রাইজিং লায়ন’-এর পর্যালোচনা এবং সাউদার্ন কমান্ডের গত দুই বছরের কার্যক্রমের সংক্ষিপ্তসার উপস্থাপন করা হয়।
সম্মেলনের ফোরামে প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজও ভাষণ দেন। এ সময় গাজা থেকে ফিরে আসা জিম্মি ও শোকাহত পরিবারের প্রতিনিধিদের নিয়ে একটি প্যানেল আয়োজন করা হয়।
উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামাসের আকস্মিক হামলায় প্রায় এক হাজার ২০০ জন নিহত হন এবং প্রায় ২৫০ জনকে জিম্মি করে গাজায় নিয়ে যাওয়া হয়।
আইডিএফ ওই হামলার জবাবে ৮ অক্টোবর থেকে গাজায় অভিযান শুরু করে। আইডিএফের অভিযানে দুই বছরে গাজায় নিহত ফিলিস্তিনির সংখ্যা ৬৮ হাজারের বেশি এবং আহতের সংখ্যা ১ লাখ ৭০ হাজারেরও অধিক বলে প্রতিবেদিত হয়েছে।
গত ২৯ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা যুদ্ধবিরতিসংক্রান্ত একটি প্রস্তাব পেশ করেন। ইসরায়েল ও হামাস ওই পরিকল্পনায় সম্মত হওয়ার পর গত ১০ অক্টোবর থেকে গাজায় যুদ্ধবিরতি শুরু হয়।


