ঢাকা মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫

তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার কথা ভাবছেন ট্রাম্প?

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ২৮, ২০২৫, ১২:৫৩ পিএম
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি - সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০২৮ সালের নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন না বলে স্পষ্ট জানিয়েছেন। তবে তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট পদে প্রার্থী হবেন কি না, সে বিষয়েও তিনি এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত দেননি। যদিও গুঞ্জন রয়েছে, তিনি তৃতীয় মেয়াদে লড়তে চাইছেন। এসব বক্তব্যের ফলে হোয়াইট হাউসজুড়ে নানা জল্পনা শুরু হয়েছে।

বিভিন্ন সমাবেশে ট্রাম্প রসিকতার স্বরে বলেন, ‘সমর্থকরা যদি ‘ট্রাম্প ২০২৮’ টুপি পরে উৎসাহিত হয়, তবে সম্ভাবনা রয়েছে।’

তবে এ বিষয়ে তার কিছু ঘনিষ্ঠ সহযোগী এটিকে গুরুত্বসহকারে দেখছেন এবং তৃতীয় মেয়াদের সম্ভাব্য পথ অনুসন্ধানের কথা ভাবছেন।

এদিকে মার্কিন সাংবিধানিক ২২তম সংশোধনী অনুযায়ী, কেউ দুইবারের বেশি প্রেসিডেন্ট পদে নির্বাচিত হতে পারবেন না। তাই অনেক বিশেষজ্ঞ মনে করছেন, তৃতীয় মেয়াদে লড়াই হলে এটি সাংবিধানিক সীমা অতিক্রম হবে।

গতকাল সোমবার মালয়েশিয়া থেকে টোকিও যাওয়ার পথে এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময়কালে ট্রাম্প বলেন, ‘আমার যদি এটা করার সুযোগ থাকে, তবুও আমি তা করব না। আমার মনে হয় এটা সুন্দর। আমার মনে হয় মানুষ এটা পছন্দ করবে না। খুব সুন্দর হলেও এটা ঠিক হবে না।’ তৃতীয় মেয়াদের সম্ভাবনার কথা উল্লেখ করে ট্রাম্প বলেন, ‘আমি অবশ্যই তা করতে চাইব। এখন আমার জনপ্রিয়তা সর্বোচ্চ পর্যায়ে।’ একজন সাংবাদিক তাকে জিজ্ঞেস করেন, তিনি কি তাহলে তৃতীয় মেয়াদের সম্ভাবনাকে নাকচ করছেন না। জবাবে ট্রাম্প বলেন, ‘আমি নাকচ করছি না? সেটা আপনাদেরই বলতে হবে।’

বিশেষজ্ঞরা মনে করছেন, তৃতীয় মেয়াদের সম্ভাবনার আলোচনা আসলে ট্রাম্পের একটি রাজনৈতিক কৌশল। এটি তাকে সমালোচক এবং প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে তাকে আলোচনায় রাখার বার্তা, সমর্থক ও দলের নেতাদের ওপর কিছুটা প্রভাব বাড়াবে।

অন্যদিকে ট্রাম্প তার দলের সম্ভাব্য প্রার্থীদেরও প্রশংসা করেছেন। তিনি ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং সেক্রেটারি অব স্টেট মার্কো রুবিওকে ‘মহান মানুষ’ হিসেবে উল্লেখ করেছেন, যারা ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন।

এর আগে, ট্রাম্পপন্থি পডকাস্টার ও প্রাক্তন উপদেষ্টা স্টিভ ব্যানন বলেন, ‘ট্রাম্প ২০২৮ সালে প্রেসিডেন্ট হতে চাইছেন, এবং জনগণ কেবল এটির সঙ্গে মানিয়ে নেবে। উপযুক্ত সময়ে আমরা পরিকল্পনাটি প্রকাশ করব।’