ঢাকা রবিবার, ৩১ আগস্ট, ২০২৫

আজ রাতে হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি আর্সেনাল-লিভারপুল

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: আগস্ট ৩১, ২০২৫, ০৫:০১ পিএম
লিভারপুল ও আর্সেনাল। ছবি- সংগৃহীত

ইংলিশ প্রিমিয়ার লিগের তৃতীয় রাউন্ডেই দেখা হচ্ছে গত মৌসুমের চ্যাম্পিয়ন লিভারপুল এবং রানার্সআপ আর্সেনালের। অ্যানফিল্ডের দুর্গ জয় করে এক যুগেরও বেশি সময়ের আক্ষেপ ঘোচাতে মরিয়া মিকেল আর্তেতার শিষ্যরা।

অন্যদিকে, গত ছয় ম্যাচে গানারদের হারাতে না পারার ক্ষোভ এবার ঘরের মাঠে মিটিয়ে নিতে চায় লিভারপুল। ম্যাচটি আজ রাত বাংলাদেশ সময় সাড়ে ৯টায় শুরু হবে।

গত মৌসুমে দারুণ পারফরম্যান্স দেখিয়ে লিভারপুল ইপিএলের শিরোপা পুনরুদ্ধার করলেও আর্সেনালের বিপক্ষে কোনো জয় পায়নি। দুটি ম্যাচেই পয়েন্ট ভাগাভাগি করতে হয়েছে তাদের, এমনকি নিজেদের মাঠ অ্যানফিল্ডেও জয় আসেনি।

পরিসংখ্যান বলছে, শেষ ছয় ম্যাচে আর্সেনালের বিপক্ষে লিভারপুল দুটি হার ও চারটি ড্র করেছে।

তবে সামগ্রিক পরিসংখ্যানে আর্সেনালের জন্য অ্যানফিল্ডে জয় পাওয়াটা বেশ কঠিন। ১৩ বছর আগে সবশেষ তারা এই মাঠে জয় পেয়েছিল। এরপর থেকে ১২টি ম্যাচের মধ্যে ৭টিতেই তাদের হার মেনে নিতে হয়েছে।

প্রিমিয়ার লিগের শিরোপা রেস বেশ লম্বা হলেও প্রতিটি ম্যাচই সমান গুরুত্বপূর্ণ। আর তাই তৃতীয় রাউন্ডের ম্যাচ হলেও লিভারপুল ও আর্সেনাল, দুই দলের জন্যই এই ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।