ঢাকা শুক্রবার, ০২ মে, ২০২৫

হাবিপ্রবির বঙ্গবন্ধু ও শেখ রাসেল হলের নামফলক খুলে ফেললো শিক্ষার্থীরা

হাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ১৭, ২০২৫, ০৫:০৭ পিএম
ছবি: রূপালী বাংলাদেশ

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল এবং শেখ রাসেল হলের নামফলক খুলে ফেলেছে শিক্ষার্থীরা। নামফলক খুলে বঙ্গবন্ধু হলে বিজয় চব্বিশ এবং শেখ রাসেল হলে নূর হোসেন হল সম্বলিত নামের ব্যানার লাগিয়ে দিয়েছে তাঁরা। 

বৃহস্পতিবার ১৬ জানুয়ারি আনুমানিক রাত দশটায় একদল শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নামফলক খুলে সেখানে বিজয় চব্বিশ নাম সম্বলিত ব্যানার লাগিয়ে দেন। এর আগে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পরপরই বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের আরেক আবাসিক হল শেখ রাসেল হলের দুটি ভবনের নামফলক ছিড়ে ফেলে কোটা ও সরকারবিরোধী আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীরা। বৃহস্পতিবার রাতে এ হলের দুটি ভবনেও নূর হোসেন হল নামবিশিষ্ট ব্যানার লাগিয়ে দেন তাঁরা।

এ সময় উপস্থিত শাহরিয়ার জিহাদ নামের এক শিক্ষার্থী বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ে কোন স্বৈরাচারের ঠাঁই হবেনা। যদি পুনরায় কেউ স্বৈরাচার হিসেবে মাথাচাড়া দিয়ে উঠে তাহলে তার পরিণতি শেখ হাসিনা এবং শেখ মুজিবরের মতো হবে। আমাদের এই বিজয় চব্বিশ হলের চেতনা হবে শহীদ আবু সাইদ, মীর মুগ্ধ এবং জুলাই আন্দোলনের অন্যন্য শহীদের চেতনা। 

উল্লেখ্য, ছাত্রদের দুটি হলে নতুন নামফলক লাগালেও বিশ্ববিদ্যালয়ে শেখ পরিবারের নামে থাকা দুটি ছাত্রী হল শেখ সায়েরা খাতুন হল এবং শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলসহ অন্যন্য আবাসিক হলগুলোর নামফলক পরিবর্তন করতে দেখা যায়নি শিক্ষার্থীদের।