ঢাকা শনিবার, ০৩ মে, ২০২৫

ব্রাজিল-আনচেলত্তি সম্পর্কে নতুন মোড়

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: মে ২, ২০২৫, ০১:২২ পিএম
ছবি: সংগৃহীত

রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলত্তিকে ব্রাজিল জাতীয় ফুটবল দলের দায়িত্ব দিতে রীতিমতো উঠে পড়ে লেগেছিল ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে চলতি জুন থেকেই কার্লোকে ব্রাজিলের ডাগ আউটের দায়িত্ব দেওয়ার কথা ভাবছিল ব্রাজিল।

তবে তাদের সেই স্বপ্নে জল ঢেলে দিয়েছিল রিয়াল সভাপতি ফ্লরেন্তিনো পেরেজ। স্প্যানিশ ক্রীড়াভিত্তিক সংবাদমাধ্যম মার্কা জানিয়েছিল, চুক্তি শেষ হওয়ার আগে কার্লো আনচেলত্তিকে ছাড়বে না রিয়াল মাদ্রিদ। আসন্ন ক্লাব বিশ্বকাপ পর্যন্ত দলের দায়িত্বভার এই ইতালিয়ান কোচের কাঁধেই রাখতে চাই রিয়াল।

সেক্ষেত্রে ব্রাজিলকে কার্লোর জন্য অপেক্ষা করতে হতো অক্টোবর পর্যন্ত। এমন পরিস্থিতিতে অনেকটাই ম্লান হয়ে গিয়েছিল কার্লো আনচেলত্তির ব্রাজিলের কোচ হওয়ার সম্ভাবনা।

তবে ক্রীড়াভিত্তিক সংবাদমাধ্যম ইএসপিএন বলছে, ডন কার্লোর জন্য অপেক্ষা করার সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সিবিএফ। লা লিগার শিরোপা দৌড়ে রিয়াল মাদ্রিদের ভাগ্য নির্ধারিত হওয়া পর্যন্ত অপেক্ষা করতে চায় সিবিএফ।

উল্লেখ্য, লা লিগায় ৩৩ ম্যাচে ৭৬ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে আছে বার্সেলোনা। সমান ম্যাচে ৭২ পয়েন্ট নিয়ে রিয়ালের অবস্থান দুইয়ে। দুই দলই লিগে আর পাঁচটি করে ম্যাচ খেলবে। লা লিগায় রিয়াল নিজেদের শেষ ম্যাচ খেলবে ২৪ অথবা ২৫ মে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে।

১১ মে লিগের শেষ ‘এল ক্লাসিকো’তে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী। ধারণা করা হচ্ছে এই ম্যাচটিই হবে লা লিগার চলতি মৌসুমের শিরোপা নির্ধারণী ম্যাচ।

ইএসপিএন বলছে, চুক্তির বাকি সময়ের অর্থ রিয়াল দিতে রাজি না হওয়ায় আনচেলত্তির ব্রাজিল যাত্রা থমকে যায়। কিন্তু গতকাল রাতে ইএসপিএনের খবর অনুযায়ী, আনচেলত্তির ব্রাজিলের কোচ হওয়ার পথ এখনো রুদ্ধ হয়ে যায়নি।

তাছাড়া আনচেলত্তি যে সময়ে এবং যেভাবে ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন, তাতে অসন্তুষ্ট হয়েছে রিয়াল। ব্রাজিল জাতীয় দলের দায়িত্ব নেওয়ার আগে এই সমস্যাটা তাকে সমাধান করতে হবে।

এক্ষেত্রে আনচেলত্তি যদি মেয়াদ পূর্তির আগে রিয়াল ছাড়তে চাই তাহলে তাকে বেশ মোটা অঙ্কের অর্থ ছাড় দিতে হবে। আর চুক্তি বাতিল করে কোচকে ছেড়ে দিতে রিয়াল সিবিএফের কাছ থেকে ক্ষতিপূরণ পাওয়ার আশা করছে।

সূত্রের বরাত দিয়ে ইএসপিএন জানিয়েছে, চুক্তির মেয়াদ শেষ হতে যত দিনই বাকি থাকুক, কোচকে ছাঁটাই করলে তাঁকে সাধারণত ছয় মাসের জন্য একটি ভাতা দেয় রিয়াল।

তবে আনচেলত্তি তার বর্তমান চুক্তির অধীন মেয়াদ ফুরোনোর আগপর্যন্ত যে পরিমাণ বেতন পাবেন, তার একটি শতকরা অংশ পরিশোধ করতে পারে রিয়াল। আর সিবিএফ ক্ষতিপূরণ দিতে পারে।

এদিকে আনচেলত্তিকে জাতীয় দলের কোচ করতে মরিয়া সিবিএফ। সে জন্য তারা অপেক্ষা করতেও রাজি। তবে যদি শেষ পর্যন্ত আনচেলত্তি ব্রাজিলের সাথে যোগ না দেন তবে আল-হিলাল কোচ জর্জ জেসুস কিংবা আবেল ফেরেইরার মধ্যে কাউকে বেছে নেবে সিবিএফ।