বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী ডেস্ক

প্রকাশিত: মে ২৭, ২০২৫, ১১:২৩ এএম

ঈদ-গ্রীষ্মে কোন শিক্ষাপ্রতিষ্ঠান কতদিন বন্ধ পাচ্ছে

রূপালী ডেস্ক

প্রকাশিত: মে ২৭, ২০২৫, ১১:২৩ এএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

দেশের সরকারি-বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানগুলো পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ মিলিয়ে দীর্ঘ ছুটিতে যাচ্ছে। তাই কোনো কোনো প্রতিষ্ঠানের ছুটি শুরু হবে ১ জুন আবার কোথাও শুরু হবে ৩ জুন।

শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত চলতি ২০২৫ শিক্ষাবর্ষের শিক্ষাপঞ্জি বিশ্লেষণে দেখা গেছে, এবার ছুটির ক্ষেত্রে ভিন্নতা রয়েছে। কারণ কোনো শিক্ষাপ্রতিষ্ঠান ২৩ দিনের জন্য বন্ধ, আবার কোথাও মাত্র ১০ দিন। তবে সবচেয়ে বেশি ছুটি পাচ্ছে মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা। এ প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকবে ২৫ দিন।

মাধ্যমিক বিদ্যালয়ে ২৩ দিনের ছুটি

ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশে দেশের সরকারি-বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় টানা ২৩ দিন বন্ধ থাকবে। শিক্ষাপঞ্জি অনুযায়ী ঈদুল আজহার ছুটি আগামী ১ জুন থেকে শুরুর কথা থাকলেও তার আগের দুদিন (৩০-৩১ মে) সাপ্তাহিক ছুটি পড়ছে। এতে ছুটি শুরুর আগে শেষ ক্লাস হবে বৃহস্পতিবার (২৯ মে)।

ঈদের ছুটির সঙ্গে থাকবে গ্রীষ্মকালীন অবকাশও। তাই দীর্ঘ এ ছুটি শেষ হবে ১৯ জুন। লম্বা ছুটি শেষে মাধ্যমিক বিদ্যালয়গুলো ২০ জুন খোলার কথা থাকলেও ওইদিন পড়ছে শুক্রবার। ফলে শুক্র ও শনিবার, দুদিনের সাপ্তাহিক ছুটি শেষে ২২ জুন থেকে পুনরায় মাধ্যমিক বিদ্যালয়ে ক্লাস শুরু হবে।

এদিকে, রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ ছুটির নোটিশ দিয়েছে। নোটিশে উল্লেখ করা হয়, পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে স্কুল শাখা আগামী ১ জুন থেকে ১৯ জন পর্যন্ত বন্ধ থাকবে। আগামী ২২ জুন পূর্বের সময়সূচি অনুযায়ী ক্লাস শুরু হবে।

প্রাথমিক বিদ্যালয়ে ছুটি ২১ দিন

জুনের শুরু থেকে লম্বা ছুটি যাচ্ছে দেশের প্রায় সাড়ে ৬৫ হাজারেরও বেশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ও। ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ মিলিয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ থাকবে মোট ২১ দিন। ছুটি শুরু হবে আগামী ৩ জুন থেকে, যা চলবে ২৩ জুন পর্যন্ত। আগামী ২৪ জুন থেকে পুনরায় প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস শুরু হবে।

ছুটিতে মাদ্রাসা বন্ধ থাকবে ২৫ দিন

ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশে মাদ্রাসায় সবচেয়ে বেশি ছুটি পাচ্ছে মাদ্রাসা। মোট ২৫ দিনের ছুটিতে যাচ্ছে প্রতিষ্ঠানটি। শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের প্রকাশিত মাদ্রাসার শিক্ষাপঞ্জি অনুযায়ী—তিনটি সরকারি আলিয়া মাদ্রাসা এবং বেসরকারি স্বতন্ত্র ইবতেদায়ি, দাখিল, আলিম, ফাজিল ও কামিল মাদ্রাসাগুলোতে ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশের সমন্বিত ছুটি শুরু হবে ১ জুন, যা চলবে ২৫ জুন পর্যন্ত। ২৬ জুন থেকে পুনরায় ক্লাস শুরু হবে।

কলেজে ছুটি ১০ দিন

ঈদুল আজহা উপলক্ষে দেশের সরকারি-বেসরকারি কলেজ ১০ দিন বন্ধ থাকবে। কলেজে শুধু ঈদের ছুটি থাকবে। সঙ্গে গ্রীষ্মকালীন অবকাশ নেই। কলেজের শিক্ষাপঞ্জি অনুযায়ী, সরকারি-বেসরকারি কলেজে ঈদুল আজহার ছুটি শুরু হবে ৩ জুন, যা চলবে ১২ জুন পর্যন্ত। ১৩ জুন থেকে পুনরায় কলেজে পুরোদমে ক্লাস শুরু হবে।

কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ১৯ দিন

কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান অর্থাৎ, প্রি-ভোকেশনাল, প্রি-ভোকেশনাল (মাদ্রাসা) ও এসএসসি (ভোকেশনাল), দাখিল (ভোকেশনাল) পর্যায়ের প্রতিষ্ঠানেও ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি একসঙ্গে পড়েছে। শিক্ষাপঞ্জি অনুযায়ী, ১ জুন থেকে ছুটি শুরু হয়ে ১৯ জুন পর্যন্ত টানা ছুটি থাকবে। ২০-২১ জুন সাপ্তাহিক ছুটি (শুক্র ও শনিবার) থাকায় ২২ জুন থেকে পুনরায় শ্রেণি কার্যক্রম শুরু হবে।

Link copied!