শনিবার, ১২ জুলাই, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী ডেস্ক

প্রকাশিত: জুলাই ১০, ২০২৫, ০৪:৩৪ পিএম

উচ্চশিক্ষার স্বপ্ন পূরণে সহায় ৫টি আন্তর্জাতিক স্কলারশিপ

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুলাই ১০, ২০২৫, ০৪:৩৪ পিএম

উচ্চশিক্ষার স্বপ্ন পূরণে সহায় ৫টি আন্তর্জাতিক স্কলারশিপ। ছবি -সংগৃহীত

উচ্চশিক্ষার স্বপ্ন পূরণে সহায় ৫টি আন্তর্জাতিক স্কলারশিপ। ছবি -সংগৃহীত

স্কলারশিপ শুধু একটি সুযোগ নয়, অনেক শিক্ষার্থীর কাছে এটি একটি স্বপ্ন। উচ্চশিক্ষা অর্জনের পথে অনেক বড় সহায়ক একটি শক্তি হলো স্কলারশিপ, বিশেষ করে যারা বিদেশে পড়াশোনা করতে চান তাদের জন্য। অনেক দেশ ও আন্তর্জাতিক প্রতিষ্ঠান মেধাবী, উদ্যমী ও নেতৃত্বগুণসম্পন্ন শিক্ষার্থীদের জন্য বছরে হাজার হাজার ফুল-ফান্ডেড স্কলারশিপ দিয়ে থাকে। এসব স্কলারশিপে টিউশন ফি ছাড়াও মাসিক ভাতা, আবাসন খরচ, স্বাস্থ্যবিমা ও যাতায়াত ব্যয় অন্তর্ভুক্ত থাকে।

তবে স্কলারশিপ পেতে শুধুই স্বপ্ন নয় প্রয়োজন মেধা, লক্ষ্য, প্রস্তুতি ও সময়মতো আবেদন। যারা নিজের ভবিষ্যৎ গড়তে চান, সমাজে অবদান রাখতে চান, তাদের জন্য স্কলারশিপ হতে পারে এক নতুন যাত্রার শুরু।

চলুন এবার দেখে নেওয়া যাক শিক্ষার্থীদের জন্য চলমান ৫টি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক স্কলারশিপ সম্পর্কে

১. এডিবি স্কলারশিপ

এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক স্কলারশিপ এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় দেশগুলোর প্রায় ৩০০ শিক্ষার্থীকে প্রদান করে থাকে। এর আওতায় এডিবির সদস্য ৯টি দেশের বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করতে পারবেন শিক্ষার্থীরা। স্কলারশিপটির মেয়াদ এক বছর। প্রয়োজনে দ্বিতীয় বছর পর্যন্ত মেয়াদ বাড়ানো যাবে।

স্নাতকোত্তর প্রোগ্রামের জন্য সর্বোচ্চ সময়কাল দুই বছর। আবেদনের শেষ সময় জুন (এপ্রিল ইনটেকের জন্য) এবং নভেম্বর (অক্টোবর ইনটেকের জন্য)।

বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

২. সিঙ্গাপুর ইন্টারন্যাশনাল গ্র্যাজুয়েট অ্যাওয়ার্ড (সিঙ্গা)

উচ্চশিক্ষায় বিদেশি শিক্ষার্থীদের সিঙ্গাপুর সরকার কর্তৃক দেওয়া অন্যতম একটি স্কলারশিপ হচ্ছে ‘সিঙ্গাপুর ইন্টারন্যাশনাল গ্র্যাজুয়েট অ্যাওয়ার্ড’। সিঙ্গা নামের এ স্কলারশিপের আওতায় শিক্ষার্থীদের বিনা মূল্যে পাঁচটি বিশ্ববিদ্যালয়ের যেকোনো একটিতে বিজ্ঞান ও প্রকৌশলে পিএইচডি প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ দেওয়া হয়। পিএইচডি কোর্সের মেয়াদ সর্বোচ্চ চার বছর। বাংলাদেশসহ বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়: আগামী ১ ডিসেম্বর ২০২৫।

বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

৩. ডাড হেলমুট-শ্মিট মাস্টার্স স্কলারশিপ

এ স্কলারশিপের আওতায় আন্তর্জাতিক শিক্ষার্থীদের সম্পূর্ণ বিনা মূল্যে স্নাতকোত্তর প্রোগ্রামে পড়াশোনার সুযোগ দেয় জার্মান সরকার। বাংলাদেশসহ যেকোনো দেশের উচ্চশিক্ষাপ্রত্যাশী শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ৩১ জুলাই ২০২৫।

ডাড হলো জার্মানির অন্যতম একটি স্কলারশিপ। দ্য জার্মানি অ্যাকাডেমিক এক্সচেঞ্জ সার্ভিস, যাকে সংক্ষেপে বলা হয় ডাড স্কলারশিপ। এটি প্রথম চালু হয় ১৯২৫ সালে। জার্মান অ্যাকাডেমিক এক্সচেঞ্জ সার্ভিসের অর্থায়নে এ স্কলারশিপে প্রতিবছর প্রায় দেড় লাখ শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হয়।

বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

৪. নাইট-হেনেসি স্কলারশিপ

সম্পূর্ণ বিনা মূল্যে স্নাতকোত্তর ও পিএইচডি প্রোগ্রামে অধ্যয়নের জন্য অন্যতম একটি স্কলারশিপ হচ্ছে এটি। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অবস্থিত স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি এই স্কলারশিপ প্রদান করে থাকে। প্রোগ্রামটি সাধারণত তিন বছর পর্যন্ত অ্যাকাডেমিক খরচ বহন করে থাকে, কিন্তু কোনো শিক্ষার্থী যদি একাধিক কিংবা যৌথ প্রোগ্রামের সঙ্গে যুক্ত থাকেন, তাহলে হোম ডিপার্টমেন্ট সামঞ্জস্যপূর্ণ ফান্ডের ব্যবস্থা করে থাকে।

আবেদনের শেষ সময়: আগামী ৮ই অক্টোবর ২০২৫।

বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

৫. ম্যাককল ম্যাকবেইন স্কলারশিপ

এ স্কলারশিপের আওতায় আন্তর্জাতিক ১০ শিক্ষার্থী/স্কলারকে বিনা মূল্যে স্নাতকোত্তর প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ দেয় কানাডার ম্যাকগিল ইউনিভার্সিটি। বাংলাদেশসহ বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।

কানাডার গবেষণাভিত্তিক বিশ্ববিদ্যালয় হলো ম্যাকগিল ইউনিভার্সিটি। বিশ্ববিদ্যালয়টি ১৮২১ সালে প্রতিষ্ঠিত হয়। ম্যাকগিল ইউনিভার্সিটি কানাডার কুইবেক প্রদেশের মন্ট্রিয়ল শহরে অবস্থিত। ১৫০টিরও বেশি দেশ থেকে প্রতিবছর হাজারো শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়টিতে উচ্চশিক্ষা গ্রহণ করে থাকে। বিশ্ববিদ্যালয়টিতে ৪০০টিরও বেশি প্রোগ্রাম রয়েছে।

আবেদনের শেষ সময়: আগামী ২০ আগস্ট ২০২৫।

বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

বিদেশে উচ্চশিক্ষার স্বপ্ন এখন আর দূরের নয়। আপনি পরিকল্পনা ঠিক রাখলে এবং সঠিক সময়ে আবেদন জানিয়ে, এই ৫টি স্কলারশিপের মাধ্যমে আপনি আন্তর্জাতিক শিক্ষা জগতে গৌরব এনে দিতে পারবেন।

রূপালী বাংলাদেশ

Shera Lather
Link copied!