২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষার পুনর্নিরীক্ষণের ফল আগামী আগস্ট মাসের দ্বিতীয় সপ্তাহে প্রকাশ করা হতে পারে। শনিবার (১৯ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক অধ্যাপক এসএম কামাল উদ্দিন হায়দার।
তিনি জানান, নিয়মানুযায়ী ফল প্রকাশের সময়সীমা ৩০ দিন। সেই হিসাবে আগামী মাসের মধ্যভাগেই ফল প্রকাশ করা হবে।
গত ১১ থেকে ১৭ জুলাই পর্যন্ত ফল পুনর্নিরীক্ষণের আবেদন নেওয়া হয়। ফল নিয়ে যারা অসন্তুষ্ট ছিলেন, তারা টেলিটক মোবাইল অপারেটরের মাধ্যমে নির্ধারিত বিষয়ে পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেন।
বোর্ড সূত্রে জানা গেছে, পুনর্নিরীক্ষণ বলতে কোনো উত্তরপত্র নতুন করে মূল্যায়নের সুযোগ নেই। এখানে কেবল উত্তরপত্রে প্রাপ্ত নম্বর সঠিকভাবে যোগ হয়েছে কি না, কিংবা কোনো উত্তর ভুলক্রমে মূল্যায়নের বাইরে রয়ে গেছে কি না- তা যাচাই করা হয়। সেসব ক্ষেত্রে সংশোধিত ফল প্রকাশ করা হয়।
টেলিটকের ডিজিটাল সার্ভিসেস বিভাগের জেনারেল ম্যানেজার সালেহ মো. ফজলে রাব্বী জানান, শুধু টেলিটক সংযোগ থেকেই রিভিউর আবেদন গ্রহণ করা হয়েছে। আবেদন পাঠানোর পর শিক্ষার্থীদের কনফার্মেশন মেসেজের মাধ্যমে ফি কর্তনের বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে।
উল্লেখ্য, এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা এবং কারিগরি বোর্ড মিলিয়ে মোট ৬ লাখ ৬৬০ শিক্ষার্থী ফেল করেছে। এর মধ্যে ছাত্র ৩ লাখ ২৪ হাজার ৭১৬ জন এবং ছাত্রী ২ লাখ ৭৫ হাজার ৯৪৪ জন।
আপনার মতামত লিখুন :