দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা খুব শিগগিরই দশম গ্রেডে বেতন-ভাতা পাবেন। এ সংক্রান্ত প্রস্তাব এখন প্রধান উপদেষ্টার দফতরের অনুমোদনের অপেক্ষায় রয়েছে।
অনুমোদন মিললেই প্রজ্ঞাপন জারি করা হবে এবং তারপর থেকেই প্রধান শিক্ষকরা নতুন গ্রেড অনুযায়ী বেতন-ভাতা পেতে শুরু করবেন বলে জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
সহকারী শিক্ষকদের গ্রেড নিয়ে সিদ্ধান্ত নেবে বেতন কমিশন
সহকারী শিক্ষকরা দীর্ঘদিন ধরে তাদের ১১তম গ্রেড বাস্তবায়নের দাবি জানিয়ে আসছেন। বিষয়টি বর্তমানে নতুন গঠিত বেতন কমিশনের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে বলে জানিয়েছে একাধিক সূত্র।
প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান বলেন, ‘সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়ন শিগগিরই হবে।’
আদালতের রায় ও সরকারি পদক্ষেপ
দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে ৪৫ জন প্রধান শিক্ষক উচ্চ আদালতে রিট করেন। আদালত তাদের ১১তম গ্রেড থেকে দশম গ্রেডে উন্নীত করার নির্দেশ দেন।
সেই রায়ের ভিত্তিতে অর্থ মন্ত্রণালয় সম্মতি জানায় এবং ৩ জুলাই প্রাথমিক শিক্ষা অধিদফতর এক অফিস আদেশে রিটকারী ৪৫ জনকে দশম গ্রেড প্রদান করে। বাকি প্রধান শিক্ষকদের বিষয়টি সরকারের সক্রিয় বিবেচনায় রয়েছে বলে জানানো হয়।
শিক্ষক সংগঠনের দাবিনামা ও আন্দোলন
এই প্রক্রিয়ার ধারাবাহিকতায় বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে এক মহাসমাবেশ করে চার দফা দাবি উত্থাপন করে। সংগঠনের সভাপতি মো. আবুল কাসেম বলেন, “শুধু রিটকারীরা নয়, দেশের সব প্রধান শিক্ষকই দশম গ্রেড পাওয়ার ন্যায্য হকদার।”
- তাদের অন্যান্য দাবি মধ্যে রয়েছে:
- সহকারী শিক্ষকদের ১১তম গ্রেড প্রদান
- ২০১৪ সালের ৯ মার্চ থেকে প্রধান শিক্ষকদের জন্য দশম গ্রেডে প্রজ্ঞাপন জারি
- সিনিয়র শিক্ষকদের শতভাগ পদোন্নতি
- ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রদান
সহকারী শিক্ষকদের বিরোধিতা ও নতুন কর্মসূচি
সহকারী শিক্ষকরা কনসালটেশন কমিটির সুপারিশ—১২তম গ্রেড এবং ‘সহকারী প্রধান শিক্ষক’ পদ—প্রত্যাখ্যান করেছেন। তারা একাধিকবার কর্মবিরতি ও আন্দোলন করেছেন।
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির (শাহিন-লিপি) সাধারণ সম্পাদক খায়রুন নাহার লিপি বলেন, ‘আমরা ১২তম গ্রেড ও ‘সহকারী প্রধান শিক্ষক’ পদের সুপারিশ দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছি। আমাদের দাবি, ১১তম গ্রেড বাস্তবায়ন, শতভাগ পদোন্নতির নিশ্চয়তা, চলতি দায়িত্বপ্রাপ্তদের যোগদানের তারিখ থেকে পদোন্নতি এবং শর্তহীন উচ্চতর গ্রেড প্রদান।’
আন্দোলনের ঘোষণা
সহকারী শিক্ষক সংগঠনগুলো মিলে গঠিত ‘সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ’ বিভাগীয় পর্যায়ে কর্মসূচির ঘোষণা দিয়েছে।
সংগঠনের আহ্বায়ক মোহাম্মদ শামছুদ্দীন মাসুদ বলেন, ‘সরকার যদি দাবি বাস্তবায়নে ইতিবাচক পদক্ষেপ না নেয়, তবে আমরা আন্দোলনে যেতে বাধ্য হব।’
ঐক্য পরিষদের তিন দফা দাবি
- সহকারী শিক্ষক পদকে এন্ট্রি পদ হিসেবে ধরে ১১তম গ্রেড বাস্তবায়ন
- ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রাপ্তিতে জটিলতা দূর
- প্রধান শিক্ষক পদে শতভাগ পদোন্নতি নিশ্চিত করে দ্রুত বাস্তবায়ন
এই দাবিতে ৩০ আগস্ট নতুন কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছে।
আপনার মতামত লিখুন :