আন্দোলনের মুখে এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া ১ হাজার টাকা বৃদ্ধি করে ২ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
বুধবার (১৩ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে। এই বাড়িভাড়া বৃদ্ধির মাধ্যমে শিক্ষকদের তিনটি দাবির মধ্যে একটি পূরণ হলো।
এর আগে, শিক্ষকদের বাড়িভাড়া বাবদ ভাতা ১ হাজার টাকা বৃদ্ধি পেয়ে ২ হাজার টাকা এবং চিকিৎসা ভাতা ৫০০ টাকা বাড়িয়ে ১ হাজার টাকা করার প্রস্তাবনা শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
এদিকে, জাতীয়করণের দাবি নাকচ করেছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক চৌধুরী রফিকুল আবরার। তবে জাতীয়করণ প্রত্যাশী জোটের অন্যান্য দাবির প্রতি প্রাথমিকভাবে একমত প্রকাশ করেছেন তিনি।
শিক্ষা উপদেষ্টা বলেন, ‘জাতীয়করণ অন্তর্বর্তী সরকার করতে পারবে না। কারণ জাতীয়করণ একটি কঠিন বিষয়। এটি ইন্টেরিম গভমেন্ট করতে পারবে না। জাতীয়করণ নির্বাচিত সরকার করবে। তা ছাড়া শিক্ষকদের অন্যান্য যে দাবি রয়েছে সেগুলে সরকার বিবেচনা করবে।’
এ সময় শিক্ষকদের দাবিগুলো যৌক্তিক দাবি করে ধাপে ধাপে এগুলো বাস্তবায়নের আশ্বাস দেন তিনি।
তবে জাতীয়করণের দাবিতে আন্দোলনরত শিক্ষকরা ৩০ দিনের আল্টিমেটাম দিয়েছেন। দাবি না মানা হলে ১৫ সেপ্টেম্বর থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে পূর্ণ দিবস কর্মবিরতির হুমকি দেওয়া হয়েছে।
জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজীজী বলেন, ‘আমাদের দাবি যৌক্তিক এবং প্রাথমিকভাবে শিক্ষা মন্ত্রণালয় থেকে ইতিবাচক সাড়া পাওয়া গেছে। ৩০ দিনের মধ্যে দাবি না মানা হলে সর্বাত্মক আন্দোলনে যাওয়ার প্রস্তুতি আছে।’
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন