শনিবার, ১৬ আগস্ট, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী ডেস্ক

প্রকাশিত: আগস্ট ১৬, ২০২৫, ০৫:৩১ পিএম

প্রাথমিক শিক্ষা অফিসারদের নবম গ্রেডে উন্নীত করার দাবি

রূপালী ডেস্ক

প্রকাশিত: আগস্ট ১৬, ২০২৫, ০৫:৩১ পিএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

বাংলাদেশ সহকারী উপজেলা শিক্ষা অফিসার অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কার্যকরী পরিষদ দাবি জানিয়েছে, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে কর্মরত উপজেলা/থানা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসারদের পদ দশম গ্রেড থেকে নবম গ্রেডে উন্নীত করা হোক। এই পদোন্নতি কর্মকর্তাদের দীর্ঘদিনের লালিত প্রত্যাশা পূরণ করবে এবং প্রশাসনিক শৃঙ্খলা ও কর্মস্পৃহা বৃদ্ধিতে সহায়ক হবে।

শনিবার (১৬ আগস্ট) দুপুর ১২টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে অ্যাসোসিয়েশনের সদস্য সচিব আল আমিন হাওলাদার লিখিত বক্তব্য পাঠ করেন।

বক্তব্যে বলা হয়, ১৯৯৪ সালে সংশোধিত নিয়োগবিধি অনুযায়ী উপজেলা/থানা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার পদটি ১০ম গ্রেডে উন্নীত হয়েছিল। তবে দীর্ঘ ৩১ বছর ধরে পদটি অপরিবর্তিত থাকায় কর্মকর্তারা হতাশা ও বৈষম্যমূলক বঞ্চনার মুখোমুখি হচ্ছেন।

বক্তব্যে উল্লেখ করা হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদটি তৎকালীন ১৭তম গ্রেডে এবং সহকারী শিক্ষক পদটি ১৮তম গ্রেডে ছিল। প্রধান শিক্ষক পদটি কয়েক দফায় উন্নীত হয়ে ২০১৪ সালে ১১তম গ্রেডে উন্নীত করা হয়। সম্প্রতি উচ্চতর আদালতের রায়ে প্রধান শিক্ষক পদ ১০ম গ্রেডে উন্নীত করার প্রক্রিয়া চলছে। সহকারী শিক্ষক পদও ২০২০ সালে ১৩তম গ্রেডে উন্নীত হয়েছে। এছাড়া জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও পিটিআই সুপারিনটেনডেন্ট পদ ৬ষ্ঠ গ্রেডে, পিটিআই ইন্সট্রাক্টর পদ ৯ম গ্রেডে উন্নীত করা হয়েছে।

উপজেলা/থানা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসারের অনুমোদিত পদসংখ্যা ২,৬২৯টি, যেখানে ঊর্ধ্বতন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের পদ ৫১৬টি। বর্তমান নিয়োগবিধি অনুযায়ী প্রতি ১০ জন সহকারী অফিসারের মধ্যে মাত্র ১ জন পদোন্নতি পান। ফলে দীর্ঘ ২৫-৩০ বছর একই পদে চাকরি করা কর্মকর্তাদের মধ্যে হতাশা সৃষ্টি হচ্ছে। পদোন্নতি হলে তাদের দীর্ঘদিনের লালিত প্রত্যাশা পূরণ হবে এবং কর্মস্পৃহা বৃদ্ধি পাবে।

বক্তব্যে আরও বলা হয়, একজন উপজেলা/থানা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসারের অধীনে প্রায় ৩০ জন প্রধান শিক্ষক ও ১৬০-২০০ জন সহকারী শিক্ষক থাকলেও গ্রেড সমান হওয়ায় প্রশাসনিক শৃঙ্খলা বজায় রাখা কঠিন হয়ে যাচ্ছে। এজন্য এই পদটি দ্রুত নবম গ্রেডে উন্নীত করা অত্যন্ত জরুরি।

সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়, পদটি নবম গ্রেডে উন্নীত হলে সরকারের অতিরিক্ত আর্থিক ব্যয় প্রয়োজন হবে না। বর্তমানে ১,৭২৭ জন কর্মকর্তার মধ্যে মাত্র ২৬৭ জন কর্মকর্তা ছাড়া অন্যরা ইতোমধ্যে উন্নীত বেতনভুক্ত। তাই পদোন্নতির ফলে সীমিত সংখ্যক কর্মকর্তার আর্থিক প্রাপ্তি সংক্রান্ত প্রভাব থাকবে।

এই সময় উপস্থিত ছিলেন আহ্বায়ক মুহাম্মদ মিলন মিয়া, যুগ্ম আহ্বায়ক সিরাজুল ইসলাম এবং অ্যাসোসিয়েশনের অন্যান্য নেতৃবৃন্দ। তারা প্রধান উপদেষ্টা, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ও সচিব, জনপ্রশাসন উপদেষ্টা ও সিনিয়র সচিব এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের কাছে দ্রুত পদোন্নতি বাস্তবায়নের জন্য জোর দাবি জানান।
 

Link copied!