চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) র্যাগিংয়ের অভিযোগে ১০ শিক্ষার্থীকে কারণ দর্শানোর নোটিস দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। অভিযুক্ত শিক্ষার্থীরা সবাই ২০২৩-২৪ শিক্ষাবর্ষের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী।
সোমবার (১৮ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ অধিদপ্তরের পরিচালক স্বাক্ষরিত পৃথক ১০টি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৩ আগস্ট রাতে মুক্তিযোদ্ধা হলের প্রভোস্ট, সহকারী প্রভোস্টগণ আনুমানিক রাত ১টায় হলের রুম পর্যবেক্ষণকালে মুক্তিযোদ্ধা হলের এন-৫১২ নং রুমের ভেতর ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ১০ জন শিক্ষার্থী কর্তৃক ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ৯ জন শিক্ষার্থীকে হয়রানিরত অবস্থায় পাওয়া যায়। তাই তাদেরকে এই কারণ দর্শানোর নোটিস প্রদান করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও নির্দেশ দেওয়া হয়, ওই ১০ শিক্ষার্থী আগামী ৩ সেপ্টেম্বর বিকাল ৩টার মধ্যে কেন তাদের বিরুদ্ধে শৃঙ্খলা বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে না, এ মর্মে স্বহস্তে লিখিত জবাব ছাত্রকল্যাণ অধিদপ্তরে দাখিল করবেন। একই দিনে তাদেরকে ব্যক্তিগত শুনানিতে অংশগ্রহণ করে স্বপক্ষে বক্তব্য প্রদান করতে বলা হয়।
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ অধিদপ্তরের পরিচালক ড. মো. মাহবুবুল আলম রূপালী বাংলাদেশকে বলেন, ‘এটা একটা চলমান প্রক্রিয়া। তাদেরকে কারণ দর্শানোর নোটিস দেওয়া হয়েছে এবং লিখিত জবাব দিতে বলা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘শুনানিতেও তাদের বক্তব্য শোনা হবে। যদি মনে হয় আরও তদন্ত প্রয়োজন, তাহলে সেটিও করা হবে। তারপর প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন