বুধবার, ২৭ আগস্ট, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


ঢাবি প্রতিনিধি

প্রকাশিত: আগস্ট ২৭, ২০২৫, ১২:৫৯ পিএম

ডাকসুর হল সংসদে চূড়ান্ত প্রার্থী ১ হাজার ৩৫, প্রত্যাহার ৭৩

ঢাবি প্রতিনিধি

প্রকাশিত: আগস্ট ২৭, ২০২৫, ১২:৫৯ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভবন। ছবি- সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভবন। ছবি- সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৮টি হলে আসন্ন হল সংসদ নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এতে বলা হয়েছে, ১৩টি পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য মোট ১ হাজার ৩৫ জন প্রার্থীকে চূড়ান্ত করা হয়েছে। এ ছাড়াও মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন ৭৩ জন।

বুধবার (২৭ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের উপপরিচালক ফররুখ মাহমুদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হল সংসদের একজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

এর আগে হল সংসদের নির্বাচনে আবেদন জমা পড়েছিল মোট ১ হাজার ১০৯টি মনোনয়নপত্র।

চূড়ান্ত তালিকা

ড. মুহম্মদ শহীদুল্লাহ হলে প্রার্থী ৫৯ জন, বাংলাদেশ-কুয়েত মৈত্রী হলে ৩১ জন, সলিমুল্লাহ মুসলিম হলে ৬২ জন, জগন্নাথ হলে ৫৫ জন, ফজলুল হক মুসলিম হলে ৫৮ জন, শহীদ সার্জেন্ট জহুরুল হক হলে ৭৫ জন, রোকেয়া হলে ৪৫ জন, সূর্যসেন হলে ৭৫ জন, হাজী মুহম্মদ মুহসীন হলে ৬০ জন, শামসুন নাহার হলে ৩৫ জন, কবি জসীম উদ্দীন হলে ৬৮ জন, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলে ৭৩ জন, শেখ মুজিবুর রহমান হলে ৫৯ জন, শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে ৩৬ জন, অমর একুশে হলে ৭৬ জন, কবি সুফিয়া কামাল হলে ৩৮ জন, বিজয় একাত্তর হলে ৬৮ জন এবং স্যার এ এফ রহমান হলে ৬২ জন।

প্রার্থিতা প্রত্যাহার

কবি সুফিয়া কামাল হল থেকে ২ জন, ফজলুল হক মুসলিম হল থেকে ৬ জন, অমর একুশে হল থেকে ৫ জন, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল থেকে ৫ জন, শহীদ সার্জেন্ট জহুরুল হক হল থেকে ৬ জন, কবি জসীম উদ্দীন হল থেকে ১ জন, হাজী মুহম্মদ মুহসীন হল থেকে ৫ জন, ড. মুহম্মদ শহীদুল্লাহ হল থেকে ১১ জন, স্যার এ এফ রহমান হল থেকে ৫ জন, সূর্যসেন হল থেকে ৪ জন, বিজয় একাত্তর হল থেকে ৯ জন, শেখ মুজিবুর রহমান হল থেকে ৯ জন, জগন্নাথ হল থেকে ৪ জন এবং শামসুন নাহার হল থেকে ১ জন।

আগামী ৯ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের অংশ হিসেবে অনুষ্ঠিত হতে যাচ্ছে হল সংসদ নির্বাচন। নির্বাচনকে কেন্দ্র করে ইতোমধ্যেই ক্যাম্পাসে জমে উঠেছে প্রচার।

Link copied!