মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী প্রতিবেদক

প্রকাশিত: সেপ্টেম্বর ২, ২০২৫, ১২:১১ পিএম

সোহরাওয়ার্দী কলেজ সাংবাদিক সমিতির নেতৃত্বে আমিরুল-আবিদ

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: সেপ্টেম্বর ২, ২০২৫, ১২:১১ পিএম

আমিরুল ইসলাম ও মো. আবিদ হোসেন স্বরণ। ছবি- রূপালী বাংলাদেশ

আমিরুল ইসলাম ও মো. আবিদ হোসেন স্বরণ। ছবি- রূপালী বাংলাদেশ

সোহরাওয়ার্দী কলেজ সাংবাদিক সমিতির নতুন নেতৃত্ব নির্বাচিত হয়েছে। ২০২৫-২৬ কার্যনির্বাহী কমিটির সভাপতি দৈনিক বাংলাদেশের আলোর আমিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন দৈনিক প্রতিদিনের কাগজের মো. আবিদ হোসেন স্বরণ।

সোমবার (১ সেপ্টেম্বর) সোহরাওয়ার্দী কলেজ সাংবাদিক সমিতির অফিস কক্ষে প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশে সমিতির ১১ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেন কলেজ অধ্যক্ষ ড. কাকলি মুখোপাধ্যায় ও উপাধ্যক্ষ ড. ফরিদা ইসায়মিন।

মোট ২৫ ভোটারের মধ্যে ২১ জন ভোট দেন।

প্রধান নির্বাচন কমিশনার দৈনিক জনবাণীর নাজমুল খান সুজনের নেতৃত্বে সাংবাদিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সহকারী নির্বাচন কমিশনার হিসেবে একুশে টিভির আরিফুল ইসলাম, দৈনিক আজকের পত্রিকার মো. জুবায়ের ইসলাম, দৈনিক মানব কণ্ঠের ফেরদৌস সাগর উপস্থিত ছিলেন।

নবগঠিত কমিটিতে অন্য সদস্যরা হলেন- ভোরের ডাকের মো. লিখন হোসেন সহ-সভাপতি, খন্দকার রাহিমা বেগম স্মৃতি বুলেটিন বার্তা, সাংগঠনিক সম্পাদক মো. সাজ্জাদুল ইসলাম দৈনিক খবর সংযোগ, অর্থ সম্পাদক মো. পলাশ মিয়া দীপ্ত বার্তা, দপ্তর সম্পাদক মো. শাহরিয়ার আজিম ঢাকা ওয়াচ২৪.কম এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক রিপন খন্দকার দৈনিক আমাদের মাতৃভূমি নির্বাচিত হয়েছেন।

এ ছাড়াও কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন- লামিস তাসনিম জুহা প্রতিদিনের খবর, মো. মাহমুদুল হাসান তাফির (দৈনিক স্বদেশকণ্ঠ), আল আমিন মোহ দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন।

সভাপতি আমিরুল ইসলাম বলেন, আমাদের লক্ষ্য শুধু নেতৃত্ব দেওয়া নয় বরং একসঙ্গে থেকে সত্য-ন্যায় ও দায়িত্বশীল সাংবাদিকতার পথে এগিয়ে যাওয়া। সমিতির ঐক্য পেশাদারিত্ব এবং মর্যাদা অটুট রাখতে আমরা সবাইকে নিয়ে নিরলসভাবে কাজ করব।

নির্বাচিত সাধারণ সম্পাদক আবিদ হোসেন বলেন, এই পদ আমার জন্য গৌরবের পাশাপাশি বড় দায়িত্বও বটে। সংগঠনের উন্নয়ন সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং দায়িত্বশীল সাংবাদিকতা প্রতিষ্ঠায় আমি সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাব। সহকর্মীদের সহযোগিতা পেলে একসঙ্গে সোহরাওয়ার্দী কলেজ সাংবাদিক সমিতিকে নতুন উচ্চতায় নিয়ে যাব।

অনুষ্ঠানে সমিতির সাবেক নেতারা, বর্তমান সদস্য এবং কলেজের অন্যান্য শিক্ষকরা উপস্থিত ছিলেন। তারা নবগঠিত কমিটির সাফল্য ও সমিতির ধারাবাহিক অগ্রগতির জন্য শুভকামনা জানান।

সোহরাওয়ার্দী কলেজ সাংবাদিক সমিতি প্রতিষ্ঠালগ্ন থেকে ক্যাম্পাস সাংবাদিকতার মানোন্নয়ন, শিক্ষার্থীদের মতপ্রকাশের অধিকার রক্ষা এবং দায়িত্বশীল সাংবাদিকতা চর্চায় কাজ করে যাচ্ছে। নতুন নেতৃত্বের হাতে সংগঠন আরও শক্তিশালী হবে- এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের।

রূপালী বাংলাদেশ

Link copied!