ঢাকা বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর, ২০২৫

বিশেষ গণবিজ্ঞপ্তির দাবি, যা বলছে মন্ত্রণালয়

রূপালী ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ৪, ২০২৫, ০৩:৩৩ পিএম
ছবি-সংগৃহীত

বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশের দাবিতে আন্দোলনসহ নানা কর্মসূচি পালন করছেন ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সুপারিশবঞ্চিতরা। দাবিতে ইতোমধ্যে শিক্ষা উপদেষ্টাসহ সংশ্লিষ্ট দপ্তরে স্মারকলিপিও জমা দিয়েছেন চাকরিপ্রার্থীরা। 

তাদের এ দাবির প্রতি সহমর্মিতা জানালেও বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশের পক্ষে নয় শিক্ষা মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের একজন যুগ্মসচিব এবং একজন উপসচিব জানিয়েছেন, স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে অর্ধ লাখের বেশি পদ শূন্য রয়েছে। তবে এ পদগুলোতে আবেদনযোগ্য প্রার্থী নেই। যারা আন্দোলন করছেন তাদের বিষয়টি আমরা মানবিকভাবে বিবেচনা করছি। তবে যারা সুপারিশ পাননি তাদের নতুন বিজ্ঞপ্তি প্রকাশ পর্যন্ত অপেক্ষা করার পরামর্শ দিয়েছেন তারা।

নাম অপ্রকাশিত রাখার শর্তে শিক্ষা মন্ত্রণালয়ের শীর্ষ এক কর্মকর্তা বলেন, ‘অনেক পদ ফাঁকা। আমরা চাই প্রার্থীরা চাকরি পাক। তবে শুধু বিজ্ঞপ্তি প্রকাশ করলেই তো হবে না। যে পদগুলো ফাঁকা রয়েছে সেই পদগুলোর বিপরীতে যোগ্য নিবন্ধনধারী নেই। ফলে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হলেও ওই পদ পূরণ হবে না।’

এদিকে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশের দাবিতে আজ বৃহস্পতিবার বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সুপারিশ না পাওয়া প্রার্থীরা।

অবস্থান কর্মসূচি পালন করা প্রার্থীরা জানান, ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে মোট ৬০ হাজার ৫২১ জনকে চূড়ান্তভাবে যোগ্য ঘোষণা করা হয়েছিল। কিন্তু গত ১৯ আগস্ট প্রকাশিত ষষ্ঠ গণবিজ্ঞপ্তির ফলাফলে এক লাখেরও বেশি শূন্যপদের বিপরীতে মাত্র ৪১ হাজার ৬২৭ জনকে সুপারিশ করা হয়। ১৬ হাজারের বেশি প্রার্থী বঞ্চিত হয়েছেন।