জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগণনার দায়িত্ব পালনকালে অসুস্থ হয়ে মারা গেছেন জান্নাতুল ফেরদৌস নামে এক পোলিং অফিসার।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে দায়িত্ব পালনরত অবস্থায় তিনি অসুস্থ হয়ে পড়েন।
পরে দ্রুত তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, কার্ডিয়াক অ্যাটাকের কারণে অচেতন হওয়ার মাত্র ৩০ সেকেন্ডের মধ্যেই তিনি মৃত্যুবরণ করেন। এ ধরনের হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হওয়া (সাডেন কার্ডিয়াক অ্যারেস্ট) খুব দ্রুত ঘটে এবং তাৎক্ষণিক চিকিৎসা ছাড়া বাঁচানো প্রায় অসম্ভব।
জানা গেছে, মৃত জান্নাতুল ফেরদৌস বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের একজন জনপ্রিয় শিক্ষক ছিলেন। তিনি জাকসু এবং প্রীতিলতা হল সংসদ নির্বাচনে পোলিং অফিসারের দায়িত্ব পালন করছিলেন। ভোটগ্রহণ ও গণনার চাপের মধ্যে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন