মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী প্রতিবেদক

প্রকাশিত: সেপ্টেম্বর ১৫, ২০২৫, ১১:৩৩ পিএম

তিতুমীর কলেজস্থ যশোর ছাত্রকল্যাণের নেতৃত্বে ছাকিবুজ্জামান-মেশকাত

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: সেপ্টেম্বর ১৫, ২০২৫, ১১:৩৩ পিএম

ছাকিবুজ্জামান ও মেশকাত।  ছবি- রূপালী বাংলাদেশ

ছাকিবুজ্জামান ও মেশকাত। ছবি- রূপালী বাংলাদেশ

রাজধানীর সরকারি তিতুমীর কলেজের যশোর জেলা ছাত্রকল্যাণ পরিষদের নতুন কমিটি গঠন করা হয়েছে। কলেজটির ১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. ছাকিবুজ্জামানকে সভাপতি এবং ১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মেশকাত শরীফকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে। 

সোমবার (১৫ সেপ্টেম্বর) তিতুমীরস্থ যশোর জেলা ছাত্রকল্যাণ পরিষদের উপদেষ্টা মণ্ডলীর পরামর্শক্রমে আগামী এক বছরের জন্য পূর্ণাঙ্গ কমিটির গঠন করা হয়। এ ছাড়া উপদেষ্টা হিসেবে কমিটিতে উপদেষ্টা হিসাবে রয়েছেন: অধ্যাপক এম এম আতিকুজ্জামান এবং মেহেদী হাসান খাজা, জাকির হোসেন ও মামুনুর রশিদ। 

ছাত্রকল্যাণ পরিষদের কার্যক্রম সম্পর্কে নতুন সভাপতি মো. ছাকিবুজ্জামান বলেন, ‘যশোর জেলা বাংলাদেশর সবচেয়ে প্রাচীন এবং ঐতিহ্যবাহী জেলা। ঢাকার বুকে একখণ্ড যশোর পাওয়া মানে নিজের শেকড়কে খুঁজে পাওয়া। তিতুমীরস্হ যশোরবাসীর একত্রিত করতে যা যা করা লাগে সেটির জন্য আমরা সর্বদা প্রস্তুত। আমি বিশ্বাস করি যে, যশোর জেলার ছাত্র কল্যাণের মাধ্যমে শিক্ষার্থীদের সুবিধা, অসুবিধা ভালো-মন্দ, আবাসন সংকট, আর্থিক সংকট এ ছাড়াও যেকোনো প্রয়োজনে সর্বদা শিক্ষার্থীদের পাশে থাকবে যশোর জেলা ছাত্র কল্যাণ পরিষদ। আমাদের মাঝে ভ্রাতিত্ব বন্ধনকে সুদৃঢ় করার জন্য আমরা নিরলসভাবে কাজ করে যাব এজন্য আপনাদের সকলের দোয়া এবং ভালোবাসা একান্ত কাম্য।’

ছাত্রকল্যাণের সাধারণ সম্পাদক মেশকাত শরীফ বলেন, ‘প্রিয় যশোর আমাদের ঐতিহ্যের ধারক এবং বাহক। আমরা যশোর জেলা ছাত্র কল্যাণ পরিষদ সর্বদা শিক্ষার্থীদের পাশে ছিলাম, আছি এবং থাকব। যশোরকে সুসংগঠিত করতে আমাদের যা যা করা লাগে সেটির জন্য আমরা প্রস্তুত। যশোরকে হৃদয়ে ধারণ করে আমরা যাতে শিক্ষার্থীদের কল্যাণে কাজ করতে পারি সে জন্য আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি।’

কমিটির অন্যান্য সদস্যরা হলেন: সহ-সংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন রাকিব উদ্দিন, আহমেদ শুভ, এনামুল হক এবং তাহামিদ হক। সহ-প্রচার সম্পাদক হিসেবে রয়েছেন মোঃ মাহফুজ আহ্ম্মদ মঈন। এ ছাড়াও সাহিত্য, গবেষণা, অ্যাকাডেমিক সহায়তা, মুক্তিযুদ্ধ ও গণঅভ্যুত্থান, তথ্য প্রযুক্তি, ধর্ম ও নৈতিকতা এবং আপ্যায়ন বিষয়ক সম্পাদকরা যথাক্রমে শিহাব হোসেন, প্রিন্স মজুমদার, রাতুল হাসান, সালমান খোকা, ইউসুফ আলী, কৃষ্ণ কুমার ও কাজী পরম।

এ ছাড়া নতুন সদস্য হিসেবে কমিটিতে যুক্ত হয়েছেন: আজমির, ছিদরীম রহমান, শিহাব, আবু সাঈদ, সাদিয়া আলিম বুশরা, আফরোজা আক্তার সুমি, খায়েদা খাতুন, রনক জাহান স্মৃতি, রাহানুমা সোহেলি, জাহির হাসান, সাইফুল ইসলাম বাঁধন, অন্তর চৌধুরী অভি, অনিক, মোঃ সৌরভ হাসান হৃদয়, তাহালিল, আমান রাফি, তানজিমুল হাসান, শেখ সাদ আহম্মেদ, ইমামুল ইসলাম, তূর্য, অর্ক, মাইদুল ইসলাম, মিশকাত জামান এবং মোঃ মাহিম।

Link copied!