বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


জাককানইবি প্রতিনিধি

প্রকাশিত: অক্টোবর ২২, ২০২৫, ১১:৩৪ পিএম

নজরুল বিশ্ববিদ্যালয়ে উন্মুক্ত কুরআন বিতরণ ছাত্রশিবিরের

জাককানইবি প্রতিনিধি

প্রকাশিত: অক্টোবর ২২, ২০২৫, ১১:৩৪ পিএম

ছাত্রশিবিরের কুরআন বিতরণ। ছবি- রূপালী বাংলাদেশ

ছাত্রশিবিরের কুরআন বিতরণ। ছবি- রূপালী বাংলাদেশ

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ও সাধারণ মানুষের মাঝে বিনামূল্যে কুরআন বিতরণ করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির।

বুধবার (২২ অক্টোবর) দুপুর ২টায় নজরুল ভাস্কর্যের সামনে এই কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সভাপতি ও সেক্রেটারি, খুলনা ডিভিশনাল স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি নয়ন হোসাইন এবং ছাত্রশিবিরের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। কুরআন বিতরণকালে শিক্ষার্থীদের উল্লেখযোগ্য উপস্থিতি লক্ষ করা গেছে।

বিশ্ববিদ্যালয় ছাত্রশিবির সভাপতি সাদ কবির বলেন, ‘এটি আমাদের নিয়মিত কর্মসূচির অংশ। আজকের কর্মসূচির মাধ্যমে আমরা শুধু কুরআন বিতরণ করিনি, নৈতিক উন্নয়ন ও সচেতনতার একটি বার্তা পৌঁছে দিতে চেয়েছি।’

তিনি আরও বলেন, ‘সম্প্রতি নোয়াখালীর একটি মসজিদে ছাত্রশিবিরের কুরআন পাঠের একটি কর্মসূচিতে হামলা চালানো হয়, যা অত্যন্ত দুঃখজনক। এর প্রতিবাদস্বরূপ আমরা আজকের কর্মসূচি হাতে নিয়েছি।’

বিশ্ববিদ্যালয় ছাত্রশিবির সেক্রেটারি আব্দুল্লাহ রিমন বলেন, ‘আমাদের লক্ষ্য দুইটি—প্রথমত, নোয়াখালীর ঘটনায় প্রতিবাদ জানানো এবং দ্বিতীয়ত, নৈতিক অবক্ষয়ের এই সময়ে কুরআনের আলো শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে দেওয়া। আমরা বিশ্বাস করি, কুরআনের শিক্ষায় আলোকিত একজন মানুষ সমাজে ইতিবাচক ভূমিকা রাখবে।

তিনি আরও জানান, আজকের কর্মসূচিতে ১২০০ কুরআন বিতরণের লক্ষ্য ছিল এবং প্রায় সব কুরআন বিতরণ সম্পন্ন হয়েছে।

বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষার্থী জাকিয়া সুলতানা বলেন, ‘এমন একটি শিক্ষার্থীবান্ধব উদ্যোগ জেনে আমি কৃতজ্ঞ। ফ্রিতে কুরআন পেয়ে আমি যেমন উপকৃত হয়েছি, তেমনি ভাইয়াদের এই প্রচেষ্টাকে আন্তরিকভাবে সাধুবাদ জানাই।’

ত্রিশালের স্থানীয় বাসিন্দা আব্দুল্লাহ মামুন বলেন, ‘আমি পরিবারের জন্য কুরআন নিয়েছি। কুরআন বাসায় থাকলে পাঠও হবে। ছাত্রশিবিরের এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।’

প্রথমে কর্মসূচি বিকেল ৩টা পর্যন্ত চলার কথা থাকলেও শিক্ষার্থীদের আগ্রহে তা ৩টা ৩০ মিনিট পর্যন্ত বাড়ানো হয়। কর্মসূচি শেষে আয়োজকরা ভবিষ্যতেও এ ধরনের নৈতিক উন্নয়নমূলক কর্মসূচি চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

Link copied!