সাভারের বেসরকারি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও সিটি ইউনিভার্সিটির সংঘর্ষ, হামলা, ভাঙচুর ও শিক্ষার্থী জিম্মির ঘটনায় একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি মামলা দায়ের করেছে উভয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সাভার মডেল থানায় মামলা দুটি রুজু করে। উভয় মামলাই গ্রহণ করেছে পুলিশ।
বুধবার (২৯ অক্টোবর) সকালে বিশ্ববিদ্যালয় দুটির প্রশাসনিক কর্মকর্তারা পৃথকভাবে অভিযোগ দাখিল করলে তা মামলা হিসেবে রেকর্ড করে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে সাভার পুলিশ বলেন, উভয় পক্ষ থানায় অভিযোগ করার পর আমরা তা মামলা হিসেবে রেকর্ড করেছি। এখন আইনি প্রক্রিয়া চলমান। তদন্ত শেষে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
এর আগে গত রোববার (২৬ অক্টোবর) রাত ৯টার দিকে সাভারের বিরুলিয়ায় তুচ্ছ এক ঘটনাকে কেন্দ্র করে দুই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে কথা কাটাকাটির জেরে সংঘর্ষ শুরু হয়। ধাওয়া-পাল্টা ধাওয়ায় প্রায় সাত ঘণ্টা এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এতে শতাধিক শিক্ষার্থী আহত হন।
সংঘর্ষের সময় সিটি ইউনিভার্সিটি ক্যাম্পাসে অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। একাধিক গাড়ি পুড়িয়ে দেয়া হয়।
অভিযোগ রয়েছে, এসময় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ১১ শিক্ষার্থীকে সিটি ইউনিভার্সিটি ক্যাম্পাসে আটকে রেখে শারীরিক নির্যাতন করা হয়। পরে সোমবার লিখিত মুচলেকা নিয়ে তাদের ফেরত দেয়া হয়।
পরবর্তী দিন সিটি ইউনিভার্সিটি সংবাদ সম্মেলন করে নিজেদের ২৫ থেকে ৩০ কোটি টাকার ক্ষয়ক্ষতির দাবি তুলে ধরে এবং ড্যাফোডিল কর্তৃপক্ষের কাছে ক্ষতিপূরণ দাবি করে।
এরপর মঙ্গলবার ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি পাল্টা সংবাদ সম্মেলন করে তাদের শিক্ষার্থীদের জিম্মি ও আহত করার অভিযোগে সিটি ইউনিভার্সিটির বিরুদ্ধে ক্ষতিপূরণের দাবি জানায়।
সবশেষে বুধবার (২৯ অক্টোবর) উভয় বিশ্ববিদ্যালয়ই হামলা, ভাঙচুর ও জিম্মির অভিযোগ এনে একে অপরের বিরুদ্ধে সাভার থানায় মামলা দায়ের করে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন