সোমবার, ০৩ নভেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী প্রতিবেদক

প্রকাশিত: নভেম্বর ৩, ২০২৫, ০৩:৪৯ পিএম

অবশেষে বাতিল প্রাথমিকের সংগীত ও শরীরচর্চা শিক্ষক পদ

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: নভেম্বর ৩, ২০২৫, ০৩:৪৯ পিএম

ছবিটি এআই দিয়ে বানানো।

ছবিটি এআই দিয়ে বানানো।

ধর্মভিত্তিক সংগঠনগুলোর সমালোচনার পর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন করে সৃষ্ট সংগীত শিক্ষক ও শরীরচর্চা শিক্ষক পদ বাতিল করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

এই দুই পদ বাদ দিয়ে কিছু শব্দগত সংশোধনসহ নতুনভাবে প্রকাশ করা হয়েছে ‘সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা–২০২৫’। সংশোধিত বিধিমালায় এখন শিক্ষক পদ সীমিত করা হয়েছে দুটি ক্যাটাগরিতে।

সোমবার (০৩ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিদ্যালয় অনুবিভাগের অতিরিক্ত সচিব মাসুদ আকতার খান।

তিনি বলেন, ‘রোববার সংশোধিত বিধিমালার গেজেট প্রকাশ করা হয়েছে। আগের বিধিমালায় চার ধরনের সহকারী শিক্ষক পদ ছিল, কিন্তু নতুন সংস্করণে সংগীত ও শরীরচর্চা শিক্ষক পদের কোনো স্থান রাখা হয়নি।’

তবে পদ বাতিলের সিদ্ধান্ত ধর্মভিত্তিক সংগঠনগুলোর চাপে এসেছে কি না- এমন প্রশ্নে তিনি সরাসরি মন্তব্য না করে বলেন, ‘আপনারা বিষয়টি খতিয়ে দেখতে পারেন।’

সংশোধিত বিধিমালায় আরও একটি শব্দগত পরিবর্তন আনা হয়েছে। পূর্বের সংস্করণে বলা ছিল, শিক্ষক নিয়োগে ২০ শতাংশ পদ বিজ্ঞান বিষয়ে এবং ৮০ শতাংশ পদ ‘অন্যান্য বিষয়ে’ স্নাতক ডিগ্রিধারীদের জন্য নির্ধারিত। কিন্তু ‘অন্যান্য বিষয়ে’ শব্দবন্ধটি বিভ্রান্তিকর হওয়ায় নতুন সংস্করণে উল্লেখ করা হয়েছে- ‘বিজ্ঞানসহ অন্যান্য বিষয়ে অন্যূন স্নাতক ডিগ্রিধারী প্রার্থীরা আবেদন করতে পারবেন।’

মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, সংশোধিত বিধিমালা দ্রুত কার্যকর করা হবে এবং পূর্ববর্তী সব নির্দেশনা এর সঙ্গে সামঞ্জস্য রেখে হালনাগাদ করা হবে।

Link copied!