স্বীকৃতিপ্রাপ্ত এক হাজার ৮৯টি স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা এমপিওভুক্ত প্রতিষ্ঠানে রূপান্তরের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। এ সংক্রান্ত ফাইলে স্বাক্ষর করেছেন প্রধান উপদেষ্টা। শর্ত সাপেক্ষে এ প্রতিষ্ঠানগুলো এমপিওভুক্তির অনুমোদন দেওয়া হয়েছে।
সোমবার (৩ নভেম্বর) দেশের একটি গণমাধ্যমকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার কার্যালয় এবং শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের দুটি সূত্র।
এ বিষয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের যুগ্মসচিব (মাদ্রাসা অনুবিভাগ) এসএম মাসুদুল হক বলেন, ‘স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা এমপিওভুক্তির ফাইলে স্বাক্ষর হয়েছে বলে জেনেছি। ফাইল আমাদের কাছে আসার পর বিস্তারিত বলা যাবে।’
নামপ্রকাশে অনিচ্ছুক কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের এক কর্মকর্তা বলেন, ‘আমরা এক হাজার ৮৯টি স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা এমপিওভুক্তির ফাইল প্রধান উপদেষ্টার দপ্তরে পাঠিয়েছিলাম। এ ফাইলে প্রধান উপদেষ্টা স্বাক্ষর করেছেন। এ ক্ষেত্রে বেশ কিছু শর্ত যুক্ত করে দেওয়া হয়েছে।’
এক হাজার ৮৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্তি হওয়ার প্রজ্ঞাপন কবে জারি হতে পারে এমন প্রশ্নে ওই কর্মকর্তা বলেন, প্রধান উপদেষ্টার দপ্তর থেকে ফাইল শিক্ষা উপদেষ্টার দপ্তরে যাবে। এরপর সেটা আমাদের কাছে আসবে। বর্তমানে শিক্ষা উপদেষ্টা দেশের বাইরে রয়েছেন। তিনি আগামী ৭ নভেম্বর আসবেন। প্রধান উপদেষ্টার দপ্তর থেকে ফাইল আসার পর দ্রুত প্রজ্ঞাপন জারি করার চেষ্টা করা হবে।


-20251103154935.webp)
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন