ঢাকা মঙ্গলবার, ০১ জুলাই, ২০২৫

জাবিতে ৪ পদের জন্য সিভি পাঠালেন শিক্ষা উপদেষ্টার ভাগ্নি

জাবি প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ৩১, ২০২৪, ১১:৫৯ এএম
ছবি, সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্যসহ শীর্ষ চার প্রশাসনিক পদে নিয়োগ দেওয়ার জন্য  শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদের কাছে চারজন শিক্ষকের সিভি পাঠিয়েছেন তার ভাগ্নি। তিনি বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ইসমত আরা।

২৯ আগস্ট বিশ্ববিদ্যালয় থেকে ওই শিক্ষকদের সিভি শিক্ষা উপদেষ্টাকে পাঠান বলে নিজেই নিশ্চিত করেছেন তিনি।

যেসব শিক্ষকদের সিভি পাঠানো হয়েছে। তারা হলেন- বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক খন্দকার মো. আশরাফুল মুনিম, ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক খন্দকার মোহাম্মদ শরিফুল হুদা, প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. শাহাদাত হোসেন এবং ইতিহাস বিভাগের অধ্যাপক আনিছা পারভীন জলী।

জানা যায়, প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ইসমত আরা সম্পর্কে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদের ভাগ্নি। ইসমত আরা বিশ্ববিদ্যালয়ের আওয়ামীলীগপন্থী শিক্ষকদের সংগঠন বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের রাজনীতিতে যুক্ত ছিলেন। এছাড়া তিনি শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

নাম পাঠানোর বিষয়টি নিশ্চিত করে অধ্যাপক ইসমত আরা বলেন, ‘শিক্ষা উপদেষ্টা সম্পর্কে খালু হন আমার। আমি তার কাছে চারজন শিক্ষকের সিভি পাঠিয়েছি। তবে বিশ্ববিদ্যালয়ের সবাই জানে আমি অনৈতিকভাবে কাউকে নিয়োগের জন্য চাপ দিব না অথবা সুপারিশ করব না।’

এ বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদকে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি। তার মুঠোফোনে ক্ষুদেবার্তা পাঠানো হলেও তিনি সাড়া দেননি।