ঢাকা শনিবার, ১৯ জুলাই, ২০২৫

রোনালদো সপ্তাহে ১৬ হাজার কোটি পারিশ্রমিকের যোগ্য!

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৯, ২০২৫, ১০:১৩ এএম
ক্রিশ্চিয়ানো রোনালদো ও সাবেক ফরাসি ফরোয়ার্ড লুইস সাহা। ছবি- সংগৃহীত

পর্তুগিজ ফুটবল কিংবদন্তি ক্রিশ্চিয়ানো রোনালদোর ফুটবলে অবদানের জন্য সপ্তাহে তার পারিশ্রমিক ১ বিলিয়ন পাউন্ড পাওয়ার যোগ্য বলে জানিয়েছেন প্রাক্তন ফরাসি ফরোয়ার্ড লুইস সাহা।

লুইস সাহা জানান, বর্তমান সময়ে ফুটবলের এক অসাধারণ আইকন হিসেবে ক্রিশ্চিয়ানো রোনালদো তার পরিশ্রম, অবদানের কারণে সপ্তাহে ১ বিলিয়ন ব্রিটিশ পাউন্ড বেতন পাওয়ার যোগ্য।

আজ শনিবার (১৯ জুলাই) বর্তমান এক্সচেঞ্জ রেটে অনুযায়ী ১ ব্রিটিশ পাউন্ড বাংলাদেশি টাকায় ১৬২.৭৩ টাকা। অতএব ১ বিলিয়ন ব্রিটিশ পাউন্ডে বাংলাদেশি হিসবে ১৬২৭৩ কোটি টাকা।

২০২৩ সালে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে বিদায় নেওয়ার পর সৌদি প্রো লিগের দল আল-নাসরের হয়ে খেলছেন রোনালদো। যদিও এখনো তিনি সৌদি লিগ শিরোপা জিততে পারেননি, তবে মাঠে তার পারফরম্যান্স ও প্রভাব প্রশংসা কুড়াচ্ছে সর্বত্র।

সাম্প্রতিক সময়ে রোনালদোর ভবিষ্যৎ নিয়ে কিছু গুঞ্জন ছিল। তবে তিনি নতুন চুক্তিতে ক্লাবের সঙ্গেই থাকার সিদ্ধান্ত নিয়েছেন।

রোনালদোর ইউরোপের বাইরের পারফরম্যান্সে মুগ্ধ লুইস। সাবেক এই ফরাসি স্ট্রাইকার জানান, বর্তমান ইউনাইটেড দলের হতাশাজনক পারফরম্যান্সের বিপরীতে রোনালদোর প্রতিশ্রুতি ও ফ্যাশন দৃষ্টান্তস্বরূপ।

Boyle Sports-কে দেওয়া সাক্ষাৎকারে সাহা বলেন, রোনালদো এখন সৌদি আরবে ফুটবলের অ্যাম্বাসেডর। তার উপস্থিতিতে সেখানে অনেক তরুণ ও তারকা খেলোয়াড়রা নতুন করে খেলার আগ্রহ দেখাচ্ছেন।

তিনি এখনো তার বয়সকে হার মানিয়ে খেলছেন। ৪০ বছর বয়সেও যে মানসিকতা ও শারীরিক ফিটনেস নিয়ে মাঠে নামছেন, তা সত্যিই অবিশ্বাস্য।

রোনালদো যা করেছেন, তাতে তার নতুন চুক্তি তো প্রাপ্যই। বরং আমি বলব, তার প্রাপ্য সপ্তাহে ১ বিলিয়ন পাউন্ড!

তিনি শুধু একজন খেলোয়াড় নন, বরং একটি ব্র্যান্ড, একটি অনুপ্রেরণা। এমন কোনো অ্যাথলেট নেই, যিনি তার মতো কোনো দেশে গিয়ে প্রভাব ফেলতে পেরেছেন।

তিনি আরও বলেন, ম্যানচেস্টার ইউনাইটেডের কিছু খেলোয়াড়ের বয়স ২৫ হলেও তারা ৪০ বছরের মতো আচরণ করছে। সেখানে রোনালদো ৪০ বছর বয়সেও ২৫ বছরের গতি নিয়ে খেলছে।