গ্লোবাল সুপার লিগের এবারের আসরে নতুন চ্যাম্পিয়ন পেল ক্রিকেট বিশ্ব! রংপুর রাইডার্সকে ৩২ রানে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা ঘরে তুলল স্বাগতিক গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স।
ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন রংপুর এদিন পাত্তাই পায়নি গায়ানার সামনে, বিশাল সংগ্রহের নিচে চাপা পড়ে নুরুল হাসান সোহানদের স্বপ্নভঙ্গ হয়েছে।
বাংলাদেশ সময় আজ শনিবার ভোর ৫টায় শুরু হওয়া এই হাইভোল্টেজ ফাইনালে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন গায়ানার অধিনায়ক ইমরান তাহির।
শুরু থেকেই মারকুটে ব্যাটিং করে জনসন চার্লস ও রহমানউল্লাহ গুরবাজ রংপুরকে ব্যাকফুটে ঠেলে দেন। এভিন লুইস ৯ বলে ৫ রান করে দ্রুত ফিরলেও, দ্বিতীয় উইকেটে চার্লস ও গুরবাজের ১২১ রানের অনবদ্য জুটি গায়ানাকে এক বিশাল সংগ্রহের ভিত গড়ে দেয়।
আক্রমণাত্মক মেজাজে থাকা জনসন চার্লস ১১টি চার ও ১টি ছক্কায় ৪৮ বলে ৬৭ রান করে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন। তার বিদায়ের পরও থেমে থাকেননি রহমানউল্লাহ গুরবাজ।
আফগান এই ব্যাটার ৩৮ বলে ৬৬ রানের বিধ্বংসী ইনিংস খেলেন ৬টি চার ও ৪টি ছক্কায়। দলীয় ১৪৮ রানে গুরবাজ আউট হলেও ততক্ষণে গায়ানা শক্তিশালী অবস্থানে পৌঁছে গেছে।
শেষদিকে শিমরন হেটমেয়ার রানের খাতা খুলতে না পারলেও, শেরফান রাদারফোর্ডের ১৫ বলে ১৯ এবং রোমারিও শেফার্ডের ৯ বলে ২৮ রানের ক্যামিও ইনিংসের সুবাদে গায়ানা ৪ উইকেট হারিয়ে ১৯৬ রানের বিশাল পুঁজি গড়ে তোলে।
রংপুরের বোলার খালেদ আহমেদের করা শেষ ওভার থেকেই আসে ২০ রান, যা দলটির জন্য আরও ভোগান্তির কারণ হয়। রংপুরের পক্ষে খালেদ আহমেদ, তাবরাইজ শামসি ও ইফতিখার আহমেদ একটি করে উইকেট পান।
জবাব দিতে নেমে রংপুরের ব্যাটিং লাইনআপ যেন তাসের ঘরের মতো ভেঙে পড়ে। গায়ানার বোলারদের সামনে পাত্তাই পাচ্ছিলেন না নুরুল হাসান সোহানদের ব্যাটাররা। প্রথম ১০ ওভারে ৩ উইকেট হারিয়ে দলটি মাত্র ৬৫ রান সংগ্রহ করে।
ইবরাহিম জাদরান ৪ বলে ৫, সৌম্য সরকার ১৪ বলে ১৩ এবং কাইল মেয়ার্স ১০ বলে মাত্র ৫ রান করে সাজঘরে ফেরেন।
এরপর সাইফ হাসান দলের হাল ধরার চেষ্টা করেন এবং ইফতিখার আহমেদ তাকে যোগ্য সঙ্গ দিয়ে কিছুটা লড়াই চালিয়ে যান। কিন্তু জয়ের জন্য তা যথেষ্ট ছিল না।
সাইফ ২৬ বলে ৪১ রান করে ফিরলে ইফতিখারের ২৯ বলে ৪৬ রানের লড়াকু ইনিংসও শেষ হয়। শেষদিকে মাহিদুল ইসলাম অঙ্কন ১৭ বলে ৩০ রান করে শুধু পরাজয়ের ব্যবধানই কমাতে পেরেছেন।
শেষ পর্যন্ত ১৯.৫ ওভারে ১৬৪ রানে গুটিয়ে যায় রংপুর রাইডার্স এবং ৩২ রানের পরাজয় নিয়ে মাঠ ছাড়ে।
এই জয়ের মাধ্যমে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স প্রথমবারের মতো গ্লোবাল সুপার লিগের শিরোপা ঘরে তুলল। এদিন ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন বিজয়ী দলের রহমানউল্লাহ গুরবাজ।
উল্লেখ্য, গায়ানার জড়ো করা ১৯৬ রান শুধু চলতি আসরেরই সর্বোচ্চ দলীয় সংগ্রহ নয়, বরং টুর্নামেন্টের ইতিহাসেও এর আগে এত রান হয়নি কখনো।