‘২৬ ঘণ্টা আটকে রেখে মানসিক নির্যাতন করা হয়েছে আমাকে’-ডিবি কার্যালয় থেকে ছাড়া পাওয়ার পর রাতে সাংবাদিকদের সামনে এসব কথা বলেন তথ্য উপদেষ্টা মাহফুজের মাথায় বোতল নিক্ষেপকারী সেই শিক্ষার্থী ইশতিয়াক হোসাইন।
শুক্রবার (১৬ মে) সন্ধ্যায় ডিবি থেকে ছাড়া পান তিনি।
ইশতিয়াক বলেন, কিছুটা আতঙ্কিত আছি যে, অপরিচিত নম্বর থেকে আমার জীবননাশের হুমকি আসছে। বলেছে তারা নাকি মবের মাধ্যমে আমাকে ক্ষতি করবে। তারপরে আমাকে সমস্যা করবে বাসা থেকে বের হলে।
এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি আগেও কোনো রাজনৈতিক দলে ছিলাম না এখনো নাই। আমার ওই ধরনের কোনো সংশ্লিষ্টতাও নেই। এমন কি আমার মোবাইল তারা চেক করেছে ওই ধরনের কোনো সংশ্লিষ্টতা পায়নি।
এর আগে গত বুধবার রাতে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সামনে বক্তব্য দেওয়ার সময় ‘ভুয়া ভুয়া’ স্লোগান দেয় শিক্ষার্থীরা। স্লোগানের উত্তেজনায় অপরদিকে বোতল ছুড়ে মারেন ইশতিয়াক হোসাইন। সেই বোতলে মাথায় আঘাত পান তথ্য উপদেষ্টা। পরে এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
জানা যায়, এই ঘটনার পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার (১৫ মে) ইশতিয়াককে গ্রেপ্তারের জন্য পরোয়ানা জারি করে প্রশাসন। পরে শুক্রবার (১৬ মে) বিকেলে তাকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয়।
আপনার মতামত লিখুন :