ইংরেজি বিভাগের এক শিক্ষক বদলির জেরে বিক্ষোভ করছেন ইডেন মহিলা কলেজের শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (১০ জুলাই) সন্ধ্যানাগাদ ইডেন কলেজের দুই নম্বর গেটে এই বিক্ষোভ শুরু হয়।
এ সময় কলেজের ভেতর থেকে শিক্ষকদের গাড়ি বের হলে আটকে দেন শিক্ষার্থীরা।
জানা গেছে, ইডেন মহিলা কলেজের ইংরেজি বিভাগের একজন শিক্ষককে বদল করা হয়েছে। ওই ঘটনাকে কেন্দ্র করে আন্দোলন করছেন শিক্ষার্থীরা।
এদিন সন্ধ্যার ঠিক আগ মূহুর্তে কলেজের দুই নাম্বার গেটে জড়ো হোন তারা। পরে সেখানে বিক্ষোভ করতে থাকেন।
এ সময় দেখা যায়, কলেজের ভেতর থেকে শিক্ষকদের গাড়ি বের হচ্ছিল। কিন্তু গাড়ি আটকে দেন শিক্ষার্থীরা।
বিক্ষোভকারীদের একজন শিক্ষার্থীদের একজন বলেন, ‘জুলাই আন্দোলনকারীদের ছাত্রলীগ ট্যাগ দেওয়া হচ্ছে। এজন্য প্রতিবাদ করছেন তারা।’
শিক্ষার্থীদের স্লোগান দিতে শোনা যায়, ‘ফিড ব্যাক ফিড ব্যাক, জাকির স্যার জাকির স্যার’।
এদিকে শিক্ষার্থীদের আন্দোলনে নিউ মার্কেট-আজিমপুর রোডের যান চলাচল বন্ধ হয়ে যায়।
এতে ওই এলাকায় যানজটের সৃষ্টি হয়।
আপনার মতামত লিখুন :