ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) স্পোর্টস ক্লাব আয়োজিত ড. এ.বি.এম. এম.আই মফিজুল ইসলাম ইন্টার ডিপার্টমেন্ট ফুটবল টুর্নামেন্টে ইংরেজি বিভাগকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়নের শিরোপা জয় করেছে ব্যবসায় প্রশাসন বিভাগ (বিবিএ)।
শুক্রবার (১ আগস্ট) বিকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত ফাইনালে শুরু থেকেই উত্তেজনার ঝড় বইতে থাকে। ম্যাচের প্রথমার্ধের মাত্র ৬ মিনিটে জিদানের গোলে এগিয়ে যায় বিবিএ। তবে ২৩ মিনিটে আরমানের গোলের সুবাদে সমতায় ফেরে ইংরেজি বিভাগ। খেলার দ্বিতীয়ার্ধে ৪১ মিনিটে লাথের গোল জয় নিশ্চিত করে বিবিএ’র। এরপর একাধিকবার আক্রমণ চালালেও গোল শোধ করতে ব্যর্থ হয় ইংরেজি বিভাগ।
খেলা শেষে মাঠজুড়ে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে। দর্শকদের করতালি, উল্লাস এবং চিৎকারে মুখরিত হয়ে ওঠে ডিআইইউ মাঠ। ট্রফি হাতে বিজয়ী খেলোয়াড়দের আনন্দ ছিল দেখার মতো।
ম্যান অব দ্য ফাইনাল নির্বাচিত হয়েছেন চ্যাম্পিয়ন দলের লাথে এবং প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট হয়েছেন রানার্স আপ দলের আকাশ।
পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ডিআইইউ ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এবং জাতীয় পার্টি (জাপার) মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, উপাচার্য ড. জাহিদুল ইসলাম, উপ-উপাচার্য ড. গনেশ চন্দ্র সাহা, প্রক্টর ও প্রভোস্ট প্রফেসর ড. সাজ্জাদ হোসেন, রেজিস্ট্রার রফিকুল ইসলাম, ছাত্র কল্যান উপদেষ্টা শাহ আলম চৌধুরী প্রমুখ।
ডিআইইউ উপাচার্য ড. জাহিদুল ইসলাম বলেন, প্রথমেই বিজয়ী দলকে শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা আন্তঃ বিশ্ববিদ্যালয় ফুটবল খেলার জন্য প্রস্তুতি নিবো এবং আমাদের প্লেয়ার বাছাই হবে সম্পূর্ণ নিরপেক্ষভাবে। আমরা তাদেরকে বিশ্ববিদ্যালয় ফুটবল চ্যাম্পিয়ন হবো।
বিশ্ববিদ্যালয়টির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এবং জাতীয় পার্টি (জাপার) মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী বলেন, ‘আমরা উপভোগ্য একটি ফাইনাল খেলা দেখলাম এতো সুন্দর ক্রিয়াশৈলি, নৈপুণ্য এবং ডিসিপ্লিন। আমি দুই দলকেই অভিনন্দন জানাই এবং ইংরেজি বিভাগ দুর্দান্ত খেলেছে রোমান্টিক খেলেছে।’
তিনি আরো বলেন, ‘অসাধারণ লিডারশীপ দেখিয়েছেন আমাদের শিক্ষকরা। আমরা একটা সম্পূর্ণ পরিপূর্ণ বিশ্ববিদ্যালয়ের দিকে যাচ্ছি। আমরা স্বপ্ন দেখছি আমরা অতিসত্বর আন্তঃ বিশ্ববিদ্যালয় টুর্নামেন্ট ছাড়বো এবং আমরা চ্যাম্পিয়ন হব।’
উল্লেখ্য, প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের ১২ টি বিভাগ অংশগ্রহণ করেন।
আপনার মতামত লিখুন :