বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) গত ১৬ জুলাই শহীদ দিবসের আগের রাতে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ‘জয় বাংলা’, ‘শেখ হাসিনা ফিরবে’ ইত্যাদি রাজনৈতিক স্লোগান দেয়ালে লেখা হয়। এ ঘটনায় গত ১৮ জুলাই বিশ্ববিদ্যালয় প্রশাসন পাঁচ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করে।
তবে অর্ধ মাস পার হলেও তদন্ত প্রতিবেদন এখনো জমা পড়েনি, যা নিয়ে শিক্ষার্থীদের মধ্যে চরম হতাশা ও ক্ষোভ বিরাজ করছে।
বাংলা বিভাগের শিক্ষার্থী মোকছেদুল মমিন বলেন, ‘অর্ধ মাসেও তদন্ত প্রতিবেদন জমা না পড়ায় আমরা হতাশ। এখানে প্রশাসনের অবহেলা আছে কি না, সেটাও ভাববার বিষয়। এমন সংবেদনশীল বিষয়ে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়া উচিত।’
গণিত বিভাগের শিক্ষার্থী মুসতানসির মুয়াজ বলেন, ‘বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী হিসেবে আমি ১৬ জুলাইয়ের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছি। নিষিদ্ধ রাজনৈতিক সংগঠন ছাত্রলীগের ‘জয় বাংলা’ স্লোগান দেয়ালে লেখা বিশ্ববিদ্যালয়ের পরিবেশকে কলুষিত করেছে। এতে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ব্যবস্থার বড় ধরনের ঘাটতি স্পষ্ট হয়েছে।’
তিনি আরও বলেন, ‘কমিটি গঠন করা হলেও ১৫ দিনেও কোনো ফলাফল প্রকাশ না হওয়া তদন্ত কমিটির অদক্ষতা ও দায়িত্বহীনতাকেই প্রমাণ করে। ৭৫ একরের এই ছোট ক্যাম্পাসে এমন একটি স্পষ্ট ঘটনার তদন্তে এত সময় লাগা দুঃখজনক। বরং তদন্ত কমিটিকে নিয়েই যেন আরেকটি তদন্ত প্রয়োজন।’
বেরোবি ছাত্রদলের আহ্বায়ক আমিন আল আমিন বলেন, ‘কঠোর নিরাপত্তা থাকার পরও ১৬ জুলাই ক্যাম্পাসে দেয়ালে রাজনৈতিক স্লোগান লেখা হয়। প্রশাসন তদন্ত কমিটি গঠন করলেও এখনো কোনো দৃশ্যমান অগ্রগতি নেই। আমরা দেখি শুধু কমিটি গঠনের খবর, কিন্তু আলোর মুখ দেখি না।’
এ বিষয়ে তদন্ত কমিটির আহ্বায়ক ড. ইলিয়াস প্রামাণিক বলেন, ‘তদন্ত কাজ চলমান রয়েছে। প্রতিবেদন শিগগিরই জমা দেওয়া হবে।’
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে রাজনৈতিক স্লোগান লেখা নিয়ে শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উদ্বেগ ও নিরাপত্তাহীনতা দেখা দিয়েছে। শিক্ষার্থীরা প্রশাসনের কাছে দ্রুত তদন্ত প্রতিবেদন প্রকাশ ও দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন।

 
                             
                                    -20250803054017.webp)
-20250803003731.webp)
 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন