পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) ভাইস চ্যান্সেলরের নেতৃত্বে ‘ক্লিন ক্যাম্পাস’ কর্মসূচি অব্যাহত রয়েছে।
শনিবার (২ আগস্ট) সকাল ১০টা থেকে দুপুর ১২টা ৩০ পর্যন্ত ‘ক্লিন ক্যাম্পাস’ কর্মসূচিতে নিজ হাতে ঝাড়ু নিয়ে নেতৃত্ব দেন উপাচার্য প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম।
পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয় বিজয় ২৪ হল, এম কেরামত আলী হল, শহীদ জিয়াউর রহমান হল-১ ও ২, তাপসী রাবেয়া বসরী ছাত্রী হল এবং কবি বেগম সুফিয়া কামাল হলে। হলগুলোর করিডোর, ডাইনিং, বাথরুম ও আবাসিক কক্ষে চলে পরিচ্ছন্নতার কাজ।
এই ব্যতিক্রমধর্মী উদ্যোগ সম্পর্কে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম বলেন, ‘বিশ্ববিদ্যালয় কেবল জ্ঞানের কেন্দ্র নয়, বরং এটি শিক্ষার্থীদের মানবিক, দায়িত্বশীল ও নৈতিকভাবে গড়ে ওঠার একটি মঞ্চ। আমি চাই, পবিপ্রবির ছাত্রছাত্রীরা যেন পরিচ্ছন্নতা ও শৃঙ্খলার ক্ষেত্রে অন্যদের জন্য উদাহরণ হয়ে ওঠে। একজন ভাইস চ্যান্সেলর হিসেবে নয়, একজন অভিভাবক হিসেবে আমি চাই এই ক্যাম্পাস হোক আমাদের সম্মিলিত গর্ব।’
এ কর্মসূচিতে রেজিস্ট্রার, ডিন, প্রভোস্ট, প্রক্টরিয়াল টিম, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরাও অংশ নেন। সবাই মিলে তৈরি করেন নেতৃত্ব ও একতার এক অনন্য উদাহরণ।
আপনার মতামত লিখুন :