ঢাকা বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫

চাকসু নির্বাচন: সোহরাওয়ার্দী হলে এগিয়ে শিবিরের ভিপি প্রার্থী

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ১৬, ২০২৫, ০১:৩৮ এএম
চাকসু ভবন। ছবি- সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। ইতোমধ্যে সোহরাওয়ার্দী হল সংসদের ফলাফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। প্রাথমিকভাবে প্রকাশিত ফলাফলে ফলাফলে ভিপি পদে বড় ব্যবধানে এগিয়ে রয়েছে ছাত্রশিবিরের প্রার্থী। এছাড়া জিএস পদে শিবির এবং এজিএস ছাত্রদলের প্রার্থী এগিয়ে রয়েছে।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাত সাড়ে ১টায় এই ফলাফল ঘোষণা করা হয়।

ফলাফলে দেখা গেছে, ভিপি পদে ছাত্রদল মনোনীত সাজ্জাদ হোসেন হৃদয় পেয়েছেন ৬৮০ ভোট ও শিবির মনোনীত ইব্রাহিম রনি পেয়েছেন ১৪৮৮ ভোট।

জিএস পদে শিবিরের সাঈদ বিন হাবিব ১৪০৪ ভোট ও ছাত্রদলের শাফায়েত হোসেন ৪৫৮ ভোট পেয়েছেন। এছাড়া এজিএস (যুগ্ম সাধারণ সম্পাদক) পদে ছাত্রদলের আইয়ুবুর রহমান তৌফিক পেয়েছেন ৯৬৮ ভোট ও শিবিরের সাজ্জাদ হোসেন মুন্না পেয়েছেন ৯০৬ ভোট।

এর আগে, মাস্টার দা সূর্য সেন হলে ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী সাজ্জাদ হোসেন হদয় ১৪১ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন ও শিবির মনোনীত ইব্রাহিম রনি পেয়েছেন ১৩০ ভোট। জিএস পদে শিবির সমর্থিত প্যানেলের সাঈদ বিন হাবিব পদে সাঈদ বিন হাবিব ১৭৫ ভোট পেয়ে এগিয়ে ও ছাত্রদলের শাফায়েত হোসেন ৫৩ ভোট পেয়েছেন। এজিএস পদে ছাত্রদল সমর্থিত প্রার্থী আইয়ুবুর রহমান তৌফিক ১৭০ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন ও শিবিরের সাজ্জাদ হোসেন মুন্না পেয়েছেন ৬৫ ভোট।

এদিকে, অতীশ দীপঙ্কর হলে ফলাফলে দেখা গেছে, হলে মোট ভোট পড়েছে ৪৯৭টি। ভিপি পদে ছাত্রদল মনোনীত সাজ্জাদ হোসেন হৃদয় পেয়েছেন ২২৩ ভোট ও শিবির মনোনীত ইব্রাহীম হোসেন রনি পেয়েছেন ৯০ ভোট।

জিএস পদে শিবিরের সাঈদ বিন হাবিব ৮৩ ভোট ও ছাত্রদলের শাফায়েত হোসেন ১৬৪ ভোট পেয়েছেন। এছাড়া এজিএস (যুগ্ম সাধারণ সম্পাদক) পদে ছাত্রদলের আইয়ুবুর রহমান তৌফিক পেয়েছেন ২৬৬ ভোট ও শিবিরের সাজ্জাদ হোসেন মুন্না পেয়েছেন ৪৫ ভোট।