চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষায় ফের ছেলেদের পেছনে ফেলে রেখেছে মেয়েরা। পাসের হার এবং সর্বোচ্চ ফল জিপিএ-৫—উভয় ক্ষেত্রেই ছাত্রীরা ছেলেদের ছাড়িয়ে গেছে। এ সাফল্য শিক্ষাক্ষেত্রে নারীর অগ্রগতির একটি উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠেছে।
বৃহস্পতিবার (১০ জুলাই) প্রকাশিত ফলাফলের পরিসংখ্যান বলছে, ছাত্রীদের পাসের হার ৭১.০৩ শতাংশ, যেখানে ছাত্রদের পাসের হার ৬৫.৮৮ শতাংশ। অর্থাৎ প্রায় ৬ শতাংশ ব্যবধানে এগিয়ে ছাত্রীরা।
শুধু পাসের হার নয়, সর্বোচ্চ ফলাফল অর্জনেও মেয়েদের জয়জয়কার। এ বছর ৭৩ হাজার ৬১৬ জন ছাত্রী পেয়েছে জিপিএ-৫, যা ছেলেদের চেয়ে ৮ হাজার ২০০ জন বেশি। ছাত্রদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৬৫ হাজার ৪১৬ জন।
২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় ১১টি শিক্ষাবোর্ডের অধীনে মোট পরীক্ষার্থী ছিল ১৯ লাখ ৪ হাজার ৮৬ জন। এর মধ্যে ছাত্রী ছিল ৯ লাখ ৫২ হাজার ৩৮৯ জন এবং ছাত্র ৯ লাখ ৫১ হাজার ৬৯৭ জন। পাস করেছে ছয় লাখ ৭৬ হাজার ৪৪৫ জন ছাত্রী এবং ছয় লাখ ২৬ হাজার ৯৮১ জন ছাত্র।
শিক্ষাবিদ ও বিশ্লেষকরা মনে করছেন, অভিভাবকদের সচেতনতা, মেয়েদের প্রতি পরিবার ও সমাজের সহযোগিতা এবং সরকার ও বেসরকারি সংস্থার উদ্যোগেই এ সাফল্য সম্ভব হয়েছে।
গত কয়েক বছর ধরেই এসএসসি ও সমমানের পরীক্ষায় মেয়েদের ধারাবাহিকভাবে এগিয়ে থাকাটা প্রমাণ করছে, তারা এখন আর পিছিয়ে নেই, বরং এগিয়ে চলছে নতুন দিনের পথে।
এ সাফল্য শুধু শিক্ষাক্ষেত্র নয়, দেশের সামগ্রিক উন্নয়ন ও নারী ক্ষমতায়নের ক্ষেত্রেও একটি ইতিবাচক বার্তা বহন করছে।
আপনার মতামত লিখুন :