শুক্রবার, ০২ মে, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী প্রতিবেদক

প্রকাশিত: আগস্ট ২২, ২০২৪, ০২:২৬ পিএম

তোপের মুখেই বন্যার্তদের পাশে তাসরিফ খান

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: আগস্ট ২২, ২০২৪, ০২:২৬ পিএম

তোপের মুখেই বন্যার্তদের পাশে তাসরিফ খান

সংগীতশিল্পী তাসরিফ খান। ছবি: সংগৃহীত

বাংলাদেশের সুপরিচিত নাম তাসরিফ খান। সংগীতশিল্পী হিসাবে তার যাত্রা শুরু হলেও জনসাধারণের কাছে তিনি সমাজ-সেবক হিসাবেই অধিক পরিচিত। ২০২২ সালের আগেও তাসরিফ খান নামটা শিল্পী হিসাবে ভক্তদের কাছেই সীমাবদ্ধ ছিল। কিন্তু সিলেটের বন্যাকে কেন্দ্র করে তার পরিচিতি ছড়িয়ে পরে দেশ-বিদেশ। এরপর গরিব দুঃখী, মেধাবী দুঃস্থ শিক্ষার্থী ও বিভিন্ন রোগে আক্রান্ত মানুষ কিংবা এতিমদের ইচ্ছে পূরণের মাধ্যমে তিনি ধীরে ধীরে হয়ে উঠেন মানবতার ফেরিওয়লা।

তবে বাংলাদেশের এক শ্রেণির মানুষদের তীব্র সমালোচনায় নেটিজেনদের মাঝে পক্ষ-বিপক্ষ শুরু হয়। যার পরিপ্রেক্ষিতে ধারণা করা হয় হয়ত প্রাকৃতিক দুর্যোগ বন্যায় আর পাশে পাওয়া যাবে না তাকে। এই প্রসঙ্গে প্রশ্ন রাখায় তিনি এর আগে দৈনিক রূপালী বাংলাদেশ-কে বলেছিলেন, মানুষের সমালোচনা তিনি কানে নেন না। সবসময় নিজের কাজের দিকে লক্ষ্য রাখতে চায়।

ঠিক যেমন কথা তেমনই কাজ। তোপের মুখেও বন্যার্তদের মাঝেও তাকে লক্ষ্মীপুর থেকে ট্রাকে করে ২টি স্পিডবোট নিয়ে ফেনীতে বন্যায় বিপদগ্রস্ত মানুষের মাঝে ছুটে যেতে দেখা যায়। এ খবর ফেসবুকে নিজেই জানিয়েছেন এই গায়ক। তিনি লেখেন, ‘লক্ষ্মীপুর থেকে ট্রাকে করে ২টি স্পিডবোট নিয়ে ফেনীতে বন্যায় বিপদগ্রস্ত মানুষকে রেসকিউ করতে যাচ্ছি। আল্লাহ চাইলে খুব দ্রুত পৌঁছে আমরা দুপুর থেকে রাত অব্দি কয়েক শিফটে কাজ কারার চেষ্টা করব। কিটো ভাই আর তার টিমও সাথে আছে। সেনাবাহিনী এবং নৌবাহিনীর সাথে যোগাযোগ হয়েছে। উনাদের থেকে তথ্য নিয়ে এবং দিয়ে একসাথে কাজ করার চেষ্টা করব।’

তিনি আরও লেখেন, ‘সিলেটে কাজ করার অভিজ্ঞতা থেকে বলছি, দুঃখের হলেও সত্য যে একটা বড় অংশের মানুষ কিন্তু ঘর বাড়ি ছেড়ে আশ্রয় কেন্দ্রে যেতে চান না। পরবর্তীতে তারাই সবচেয়ে বিপদের সম্মুখীন হয়ে থাকে। তাদেরকে সম্ভব হলে খুঁজে বের করে সহায়তা দেওয়ার চেষ্টা করবেন। আমরাও তাই করার চেষ্টা করব। যুবক যারা আছেন আপনারা টিম করে মাওয়া অথবা লক্ষীপুর থেকে ট্রাকে করে স্পিডবোট নিয়ে উদ্ধার কার্যক্রমে এগিয়ে আসুন। এখন ত্রাণ দেয়ার চাইতে মানুষকে উদ্ধার করাটা বেশি জরুরি। এই অঞ্চলে যথেষ্ট পরিমাণে সাপের উপস্থিতি রয়েছে তাই যারাই কাজ করছেন বা করতে আসবেন, দয়াকরে সতর্কতা অবলম্বন করবেন।

তাসরিফ খানের সঙ্গে তথ্য দিয়ে সহায়তা জানাতে দেয়া হয়েছে তিনটি হটলাইন নম্বর। আলভী 01784626958, অর্পণ 01814671442, নাবিল 01851858066

রূপালী বাংলাদেশ/রুআ

Link copied!