আসছে নতুন ওটিটি প্ল্যাটফর্ম ‘প্রজাপতি টিভি’। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) মগবাজারের একটি রেস্টুরেন্টে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন প্রজাপতি টিভির চেয়ারম্যান মোতাহার হোসেন জামিল।
সংবাদ সম্মেলনে জানানো হয়, খুব শিগগির প্রজাপতি টিভি ওটিটিতে যাত্রা শুরু করবে পে চ্যানেল হিসেবে। আপাতত তারা ইউটিউব, ফেসবুক, ইনস্ট্রাগ্রাম ও টিকটকে তাদের কনটেন্ট দর্শকদের দেখাবে।
নতুন প্ল্যাটফর্মটির জন্য নির্মিত দুটি সিরিজ নিয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হয়। দুটি সিরিজ হলো কপিলা মাঝি ও আলীবাবা ৪০ বউ। দুটি সিরিজই নির্মাণ করেছেন জনপ্রিয় নাট্য নির্মাতা শিমুল সরকার। রচনা করেছেন তারেক মাহমুদ ও শিমুল সরকার। সিরিজ দুটি কমেডি ধাঁচের বলে জানান নির্মাতা শিমুল সরকার।
সিরিজ দুটিতে অভিনয় করছেন রিফাত চৌধুরী, সাদ্দাম মাল, শিমুল সরকার, রুশা, সঞ্জীব আহমেদ, সুমাইয়া মির্জা, ইসরাত জাহান, অধরা নীহারিকা, শ্যামল হাসান, মাসুদ আলম, হায়দার আলীসহ অন্যরা।
এসময় প্রজাপতি টিভির চেয়ারম্যান মোতাহার হোসেন জামিল বলেন, ‘আমরা দর্শকদের অন্যরকম বিনোদন দিতে ২০২৫ সালেই আপনাদের সামনে ব্যতিক্রমী প্ল্যাটফর্ম হিসেবে হাজির হব।’ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- নাট্যনির্মাতা সালাউদ্দিন লাভলু, অভিনেতা ফজলুর রহমান বাবু, বাউল শফি মণ্ডল, কচি খন্দকার, রিফাত চৌধুরী টেলিভিশন অঙ্গনের পরিচিত অনেক মুখ।
 

 
                            -20250214091622.webp) 
                                    -20250214094007.webp)
-20250214083317.webp)
 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন