বৃহস্পতিবার, ০১ মে, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২০, ২০২৫, ০৫:০৮ পিএম

আমি রক্তাক্ত, আমি ব্যথিত; তুমি আমাকে দেখো : জয়া

রূপালী ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২০, ২০২৫, ০৫:০৮ পিএম

আমি রক্তাক্ত, আমি ব্যথিত; তুমি আমাকে দেখো : জয়া

আগের চেয়ে খানিকটা খোলামেলা অবতারে জয়া

দুই বাংলায় সমানভাবে জনপ্রিয় মডেল, অভিনেত্রী জয়া আহসান। তিনি এখনও সিঙ্গেল। নামের শেষে এখনো সাবেক স্বামীর নামের একটা অংশ ব্যবহার করেন। বিয়ের ব্যাপারে সাংবাদিকদের প্রশ্নের উত্তর তিনি এড়িয়ে যান। এবার সেই উষ্ণতায় উত্তাল নেট দুনিয়া।

জানা যায়, জয়া আহসানের অভিনয়ের পাশাপাশি তার রূপেও মুগ্ধ অনুরাগীরা। ওয়েস্টার্ন থেকে শুরু করে ট্র্যাডিশনাল শাড়ি, নিত্য নতুন ফ্যাশন সেন্সে আবেদনময়ী হয়ে ধরা দেন ; এবার লাল বেনারসীতে জয়ার অনবদ্য লুক ভেসে বেড়াচ্ছে নিউজফিডে, যা দেখে মুগ্ধতা প্রকাশ করছেন নেটিজেনরা।

জানা যায়, দেশের তুলনায় এখন ভারতেই বেশি আনাগোনা জয়া আহসানের। সম্প্রতি ওপার বাংলার প্রসেনজিত দাস রিশভের স্টাইলিংয়ে নিজেকে ধরা দেন তিনি।


যে কোনো পোশাকেই মানানসই জয়া আহসান। দিন কয়েক আগে সবুজ ব্লাউজের সঙ্গে লাল বেনারসীর চমৎকার এক কম্বিনেশনে ধরা দেন তিনি। সঙ্গে ঐতিহ্যবাহী গয়না আর হাতে ছিল ধূপ-ধোঁয়ার আয়োজন। এরপর বৃহস্পতিবার সকালে স্ক্রলিংয়ে চোখ আটকে যায় জয়ার চার ছবির কোলাজে। সেদিনের ফটোশুটেই আবার দেখা মিলল তাকে, তবে আগের চেয়ে খানিকটা খোলামেলা অবতারে!

চার ছবির কোলাজে মোট ১১ টি ছবি এদিন পোস্ট করেন জয়া। তাতে দেখা যায়, একটি নদীর পাড়ে অভিনেত্রী। সিঁড়ির পাড়ে আবির ফেলে পা দিয়ে নাড়ছেন, নদীর পানিতেও ডুবিয়েছেন তিনি। ছবিগুলোর ক্যাপশনে লিখেছেন, ‍‍`আমি রক্তাক্ত, আমি ব্যথিত; তুমি আমাকে দেখো, ইচ্ছে না করলে দেখবে না। তুমি চাইলে আমি অদৃশ্য হব, সাগরের ওপারে চলে যাব।‍‍`


জয়াকে এমন অবতারে দেখে নেটিজেনদের মন্তব্য এমন- ‍‍`দিন যতো যাচ্ছে, বয়স কমছে জয়ার।‍‍` আরেকজন লিখেছেন, ‍‍`শুভ সকাল ১৩ বছরের যুবতী আপা‍‍`, আরেকজনের মন্তব্য, ‍‍`সেই ছোটবেলা থেকে দেখছি, একইরকমের আছেন জয়া আহসান।‍‍`

নেদারল্যান্ডের রটারড্যাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা করে জয়া আহসান অভিনীত কলকাতার ছবি ‍‍`পুতুল নাচের ইতিকথা‍‍`। সম্প্রতি সেখানে যোগ দিয়েছিলেন তিনি। জানা গেছে, অনেক দর্শক ছবিটি দেখেছেন, পছন্দ করেছেন। যার ফলে সেখান থেকে প্রশংসা পাচ্ছেন জয়া।

আবু/এস

Link copied!