বৃহস্পতিবার, ০১ মে, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ২৪, ২০২৫, ০৪:৪৮ পিএম

অন্য এক জয়া

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ২৪, ২০২৫, ০৪:৪৮ পিএম

অন্য এক জয়া

ছবি: সংগৃহীত

হিসাবহীন টাকার মধ্যে শুয়ে আছেন রুনা লায়লা। ছুটছেনও টাকার জন্য। সেই সঙ্গে তার জীবনে ঘটে যাচ্ছে নানান ঘটনা। সাধারণ সরকারি চাকরিজীবী এই রুনার জীবন ধীরে ধীরে বদলাতে থাকে। এমনই এক ঘটনার প্রবাহ দেখানো হয়েছে আড়াই মিনিটের ট্রেইলার জুড়ে।

হইচই বাংলাদেশের সামাজিক যোগাযোগমাধ্যমে থেকে মুক্তি দেওয়া হয়েছে আশফাক নিপুণ পরিচালিত ওয়েব সিরিজ ‘জিম্মি’-এর ট্রেইলার। যেখানে রুনা লায়লা চরিত্রে দেখা মিলেছে দুই বাংলার নন্দিত অভিনেত্রী জয়া আহসানের। সেই সঙ্গে ট্রেইলারে ঝলক মিলেছে ইরেশ যাকের, শাহরিয়ার নাজিম জয়, রাফিউল কাদের রুবেল, প্রান্তর দস্তিদার, মাহমুদ আলম, অশোক ব্যাপারী, আরফান মেধা শিবলুসহ আরও অনেকের। 

‘মহানগর’ ও ‘সাবরিনা’ দিয়েই নির্মাতা আশফাক নিপুণ তার মুন্সিয়ানা দেখিয়েছন। এবার আসছেন দর্শককে ‘জিম্মি’ করতে। ট্রেইলার মুক্তির পর নিপুন বলেন, ‘আমাদের সিরিজের প্রথম ঝলক দর্শকের সামনে এসেছে। আশা করছি, তারা ট্রেইলারটা পছন্দ করেছেন। পুরো টিম মিলে আমরা চেষ্টা করেছি জিম্মির মাধ্যমে নতুন ও ভিন্ন ধরনের একটা গল্প দর্শকে দেখানোর। এখন শুধু মুক্তির অপেক্ষা।’

রুনা লায়লা চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান। কেমন লেগেছে এই রকম চরিত্রে অভিনয় করতে জানতে চাইলে তিনি বলেন, ‘আমার কাছে বরাবরই চ্যালেঞ্জিং চরিত্রগুলো পছন্দ। রুনা লায়লার চরিত্রে ঠিক সেই পরিমাণ চ্যালেঞ্জ ছিল। আর দপ আমি সব সময় ডিরেক্টরস আর্টিস্ট। 

নিপুণের সঙ্গে এটা আমার প্রথম কাজ, তাও আবার সিরিজ; তো নিপুণ যেভাবে, যা যা বলেছে আমি তাই তাই করেছি। সেটার প্রতিফলন সবাই ট্রেইলারে কিছুটা দেখতে পেয়েছেন নিশ্চয়। 

বাকিটা এখন আমার দর্শকের উপর, তারা বলবে রুনাকে তাদের কেমন লেগেছে।’ ‘জিম্মি’-তে জয়া আহসানের বিপরীতে দেখা যাবে ইরেশ যাকেরকে। গুরুত্বপূর্ণ এক চরিত্রে অভিনয় করেছেন শাহরিয়ার নাজিম জয়। জানা গেছে, ঈদ উপলক্ষে ২৮ মার্চ হইচই-তে আসছে ‘জিম্মি’।
 

রূপালী বাংলাদেশ

Link copied!