বৃহস্পতিবার, ০১ মে, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


বিনোদন ডেস্ক

প্রকাশিত: মার্চ ২৬, ২০২৫, ০৮:১৯ পিএম

শাহরুখ কেন ‘আত্মহত্যা’ করতে চেয়েছিলেন?

বিনোদন ডেস্ক

প্রকাশিত: মার্চ ২৬, ২০২৫, ০৮:১৯ পিএম

শাহরুখ কেন ‘আত্মহত্যা’ করতে চেয়েছিলেন?

শাহরুখ খান

আজকের ‘বলিউড বাদশাহ’ হওয়ার পথ কখনোই মসৃণ ছিল না। সাফল্যের শিখরে পৌঁছানোর আগে কঠিন কঠিন ধাক্কা সামলাতে হয়েছে শাহরুখ খানকে। ছোটবেলায় অভাবের সঙ্গে লড়াই, এরপর পরিবারের একের পর এক মৃত্যু—এই সবকিছুই তাকে মানসিকভাবে বিপর্যস্ত করে তুলেছিল।  

১৯৮১ সালে প্রথমবার বড় ধাক্কা আসে অভিনেতার জীবনে, যখন জানতে পারেন তার বাবা ক্যান্সারে আক্রান্ত। কিছুদিনের মধ্যেই বাবাকে হারান শাহরুখ, সেই শোক তাকে গভীরভাবে নাড়া দেয়। কিন্তু এখানেই শেষ নয়, আরও বড় বিপর্যয় অপেক্ষা করছিল কিং খানের জন্য।

এরপর মায়ের অসুস্থতা শাহরুখের জীবনে নতুন এক দুঃসহ অধ্যায় হয়ে আসে। মায়ের প্রতি অগাধ ভালোবাসা ছিল তার, আর সেই ভালোবাসার টানেই একসময় আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি।

মায়ের শয্যাপাশে দাঁড়িয়ে ভয় দেখানোর মতো কথা বলে ফেলেছিলেন শাহরুখ। অভিনেতা বলেছিলেন, যদি মা চলে যান, তবে তিনি নিজেকে শেষ করে দেবেন। হয়তো ভেবেছিলেন, এই ভয়েই মা সুস্থ হয়ে উঠবেন।  

পরবর্তীকালে এক সাক্ষাৎকারে শাহরুখ স্বীকার করেছিলেন, তখনকার সেই আচরণ ছিল বোকামি। মাকে ধরে রাখার অদম্য ইচ্ছাতেই তিনি এমন কথা বলেছিলেন।

পড়াশোনা ছেড়ে দেওয়া, কাজ ছেড়ে দেওয়া, এমনকি বোনের যত্ন না নেওয়ার হুমকি দিয়েছিলেন। কিন্তু বাস্তবতা বুঝতে দেরি হয়নি তার— মৃত্যুকে তো আর আটকে রাখা যায় না।

তবে সময়ের সঙ্গে সঙ্গে শাহরুখ নিজেকে সামলে নিয়েছেন। নিজের দায়িত্ব পালন করেছেন, বোনের দেখাশোনা করেছেন, কাজের প্রতি নিষ্ঠাবান থেকেছেন। একসময় হাসি মুখে বলেছিলেন, ‘মা যেখানেই থাকুক, নিশ্চয়ই ভালো আছেন, কারণ আমি তার শেখানো পথেই এগিয়ে চলেছি।’

আরবি/এসএমএ

Link copied!